East Bengal ছেড়ে এই ক্লাবে যোগ দিতে চলেছেন অরিন্দম ভট্টাচার্য

Arindam Bhattacharya

গত মরশুম’টা একেবারেই ভালো কাটেনি অরিন্দম ভট্টাচার্যের। তাই তিনি যে ইস্টবেঙ্গল (East Bengal) ছাড়বেন এবছর , সেটা প্রায় পাকা ছিলো বলা যায়।একাধিক ক্লাবের সাথে তার নাম’ও জড়িয়েছিলো। শোনা যাচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেডে যোগদান করতে চলেছে অরিন্দম। তার নাম স‍রকারি ভাবে ঘোষণা করা এখন শুধু সময়ের অপেক্ষা।

Advertisements

আইএসএলের গোল্ডেন গ্লাভস জয়ী এই গোলকিপার গত মরশুম এটিকে মোহনবাগানে থেকে যোগ দিয়েছিলেন ইস্টবেঙ্গলে।কিন্তু প্রত‍্যাশা অনুযায়ী পারফরম্যান্স তিনি দিতে পারে নি।এবার নর্থ ইস্ট ইউনাইটেড’কে তিনি কতোটা ভরসা দিতে পারেন, এখন সেটাই দেখার বিষয়।

Advertisements