Siliguri: শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি হচ্ছেন তৃণমূলের অরুণ ঘোষ

শিলিগুড়িতে জয়জয়কার তৃণমূলের। কার্যত নতুন মুখেই ভরসা রেখে বড় সিদ্ধান্ত নিল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। জানা গিয়েছে, শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি হচ্ছেন তৃণমূল কংগ্রেসের অরুণ…

শিলিগুড়িতে জয়জয়কার তৃণমূলের। কার্যত নতুন মুখেই ভরসা রেখে বড় সিদ্ধান্ত নিল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। জানা গিয়েছে, শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি হচ্ছেন তৃণমূল কংগ্রেসের অরুণ ঘোষ। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে এই কথা ঘোষণা করেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস।

সদ্য সমাপ্ত শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচনে নটি আসনের মধ্যে আটটিতেই জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। একটি আসন গিয়েছে বিজেপির দখলে। তবে সভাধিপতি কে হবেন তা নিয়ে দলের অন্দরে টানাপোড়েন চলছিল। যাকে সভাধিপতি তুলে ধরে তৃণমূল কংগ্রেস নির্বাচনের লড়াইয়ে নেমেছিল সেই কাজল ঘোষ হেরে যাওয়ায় একাধিক নাম সভাধিপতি পদের জন্য উঠে আসে। জোর লড়াইয়ে ছিলেন আইনুল হক এবং অরুণ ঘোষ। যদিও শেষ পর্যন্ত অরুণ ঘোষের ভাগ্যেই শিকে ছিঁড়েছে। আজ এই ঘোষণা করে অরুপ বিশ্বাস জানান তৃণমূল কংগ্রেস এবারে মহকুমা পরিষদ দখল করেছে।মানুষের সাহায্য নিয়ে।তাই যাদের নাম বিবেচনা করা হল আশা করছি তারা মানুষের জন্য কাজ করবেন। আমাদের বিশ্বাস এই দল আগামী ৫ বছরে শিলিগুড়ির মানুষকে যোগ্য পরিসেবা দেবে।’

তিনি আরও বলেন, ‘শিলিগুড়ি মহকুমা পরিষদের সাথে কর্পরেশনের কাজও একসাথে করবে। যাদের নাম বিবেচিত হল তাদের আমার পক্ষ থেকে অভিনন্দন।’