
গত সিজনে অনবদ্য পারফরম্যান্স ছিল ইস্টবেঙ্গলের মহিলা (East Bengal Women) দলের। কোচ অ্যান্থনি অ্যান্ড্রুজের তত্ত্বাবধানে গতবার রাজ্য স্তরের টুর্নামেন্ট তথা কন্যাশ্রী কাপ জয় করার পর সর্বভারতীয় ক্ষেত্রে ও অনবদ্য ফুটবল খেলেছিল মশাল কন্যারা। শেষ পর্যন্ত দক্ষিণের অন্যতম শক্তিশালী দল তথা গোকুলাম কেরালা এফসিকে পরাজিত করে খেতাব এসেছিল কলকাতায়। বলতে গেলে প্রথমবারের মতো এই শিরোপা এসেছিল বাংলার বুকে। যা নিঃসন্দেহে বিরাট বড় সাফল্য। সেই সুবাদেই এবারের এএফসি ওমেন্স চ্যাম্পিয়নস লিগে খেলার ছাড়পত্র পেয়েছিল সুইটি দেবীরা।
সেখানে ও একের পর এক ম্যাচে দাপুটে ফুটবলের মধ্য দিয়ে দল স্থান করে নিয়েছিল গ্রুপ পর্বে। যেখানে প্রথম ম্যাচই ইরানের শক্তিশালী দল বাম খাতুন এফসিকে পরাজিত করেছিল লাল-হলুদ শিবির। যদিও পরবর্তীতে আর এগোনো সম্ভব হয়নি। তবে বর্তমানে সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপে লড়াই করছে ইস্টবেঙ্গল। যেখানে টানা দুইটি ম্যাচে এসেছে সহজ জয়। বৃহস্পতিবার বিকেলে তাঁরা পরাজিত করেছে পাকিস্তানের শক্তিশালী ফুটবল ক্লাব করাচি সিটি এফসিকে। সেখানে ভালো পারফরম্যান্স করার পাশাপাশি আসন্ন ইন্ডিয়ান ওমেন্স লিগে ও সাফল্য ধরে রাখার লক্ষ্য থাকবে কলকাতার এই দলের।
অবশেষে প্রকাশ্যে এসেছে ইন্ডিয়ান ওমেন্স লিগের নয়া সিজনের সময় সূচি। সেই অনুযায়ী আগামী ২০শে ডিসেম্বর টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলতে নামবে মশাল ব্রিগেড। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। তারপর ২৪শে ডিসেম্বর সেতু এফসির বিপক্ষে টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ গতবারের সুপার কাপ জয়ীদের। তারপর ২৭শে ডিসেম্বর লাল-হলুদের তৃতীয় ম্যাচ। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে গাঢ়ওয়াল ইউনাইটেড। দিনকয়েক বিশ্রামের পর লাল-হলুদের চতুর্থ ম্যাচ। যেখানে প্রতিপক্ষ সেসা এফএ।
আগামী ৩০শে ডিসেম্বর আয়োজিত হবে সেই গুরুত্বপূর্ণ ম্যাচ। তারপর নতুন বছরের দ্বিতীয় দিনে নীতা এফএ বিরূদ্ধে লড়াই। দিন তিনেকের বিশ্রামের পর কর্নাটকের ফুটবল ক্লাব কিকস্টার্টের বিপক্ষে লড়াই করবে মশাল ব্রিগেড। ৯ই জানুয়ারি তাঁদের শেষ ম্যাচ। যেখানে প্রতিপক্ষ হিসেবে রয়েছে গোকুলাম কেরালা এফসি। জানা গিয়েছে প্রথম লেগের প্রতিটি ম্যাচ আয়োজিত হবে কলকাতা ও কল্যাণীর বুকে।










