স্টিফেনের জন্যই ডার্বিতে লড়াই করবে East Bengal, বলছেন দিল্লির বাঙালি কোচ সন্দীপ

Delhi Bengal coach Sandip Dhole

আগামী ২৮ আগস্ট ডুরান্ডের ডার্বি। প্রায় দু বছর পর যুবভারতীতে মুখোমুখি হবে মোহনবাগান-ইস্টবেঙ্গল (East Bengal)। ডার্বি নিয়ে ইতিমধ্যেই উদ্মাদনা শুরু হয়েই গিয়েছে। অনলাইনে টিকিট বিক্রি প্রায় শেষ। মোহনবাগান দল রীতিমতো তৈরি হয়েছে ডার্বি খেলার জন্য।

Advertisements

ইস্টবেঙ্গল দলকে এবার কোচিং করাচ্ছেন স্টিফেন কনস্টানটাইন। ইস্টবেঙ্গলও ডার্বির জন্য তৈরি হচ্ছে । অনেকেই মনে করছেন আসন্ন ডার্বিতে কিছুটা পিছিয়ে থেকে শুরু করবে লাল-হলুদ শিবির। কিন্তু দিল্লির বাঙালি কোচ সন্দীপ ঢোল (বর্তমানে সুদেবা এফসিতে রয়েছেন)ম নে করছেন

ইস্টবেঙ্গল এবার কড়া চ্যালেঞ্জ জুড়ে দেবে মোহনবাগানের দিকে। গোয়াহাটি তিনি এই প্রসঙ্গে বলেন, ‘ ডার্বি সবসময় ডার্বি হয়। আমার মতে এবার মেন ফ্যাক্টর হবে স্টিফন কনস্টানটাইন। তিনি ভারতীয় ফুটবলারদের সকলকে চেনেন। বিপক্ষ শিবিরে যারা রয়েছে তাদের হাতে তালুর মত চেনেন। প্রতিপক্ষের কি দুর্বলতা রয়েছে তা জানেন।ডার্বিতে ইস্টবেঙ্গল ফুটবলারদের নিজেদের প্রমাণ করা তাগিদ রয়েছে তারা ২০০ শতাংশ নিজেদের মাঠে উজাড় করে দেবে। আমার মনে হয় ডার্বিতে এবার খুব ভালো লড়াই হবে।’

Advertisements

পাশাপাশি তিনি বলেন,‘এই কোচকে আমি অনেক কাজ থেকে দেখেছি। স্টিফেনের ম্যাচ রিডিং দুর্দান্ত। যখন যেখানে সমস্যা দ্রুত সমাধান করে দেন। আমার মতে ম্যাচ রিডিং দিয়েই ডার্বিতে বাজিমাত করবে ইস্টবেঙ্গল। এবার অন্যবারের মতো সহজে জিততে পারবে না মোহনবাগান। ও জানে ডার্বিতে কি করতে হবে। দলটা সেভাবেই খেলবে। এবার দেখা যাক।’