Emami East Bengal: এক সঙ্গে দুই গোলকিপারের জন্য কথা চালাচ্ছে ইস্টবেঙ্গল

কিছু পরিকল্পনা বাস্তবায়ন করতে বেশ বেগ পেতে হচ্ছে ইমামি ইস্টবেঙ্গলকে (Emami East Bengal) । যেমন গোলকিপার সমস্যা মেটানোর জন্য এখনও চেষ্টা চালাচ্ছে লাল হলুদ ব্রিগেড।…

East bengal club may appoint more than one coach

কিছু পরিকল্পনা বাস্তবায়ন করতে বেশ বেগ পেতে হচ্ছে ইমামি ইস্টবেঙ্গলকে (Emami East Bengal) । যেমন গোলকিপার সমস্যা মেটানোর জন্য এখনও চেষ্টা চালাচ্ছে লাল হলুদ ব্রিগেড। জানা যাচ্ছে, দুজন গোলরক্ষকের জন্য চেষ্টা চালাচ্ছে ইমামি ইস্টবেঙ্গল।

দেবনাথ মন্ডলকে এটিকে মোহন বাগান সই করিয়ে নেওয়ার পর প্রশ্নের মুখে পড়েছিল লাল হলুদ শিবির। ময়দানের একাংশ প্রশ্ন তুলেছিলেন, সই না করা ফুটবলারকে কেন মাঠে নামিয়েছিল দল। ইস্টবেঙ্গল স্কোয়াডে অভিজ্ঞ গোলকিপার বলতে আপাতত রয়েছেন পবন কুমার, শুভাশিস রায় চৌধুরী। শুভাশিসের ফিটনেস নিয়ে সংশয় রয়েছে। অনুশীলন শুরু হওয়ার আগে তাঁর ফিটনেস হয়ে উঠেছিল আলোচনার অন্যতম বিষয়। এই অবস্থায় রিজার্ভ বেঞ্চ মজবুত করার পাশাপাশি আরও একজন ভালো মানের গোলরক্ষক দলের প্রয়োজন।

   

সম্প্রতি নতুন মরসুমের জন্য পুর্ণ স্কোয়াড ঘোষণা করেছে এটিকে মোহন বাগান। সেখানে অভিজ্ঞ অমরিন্দর সিং-এর নাম নেই। অমরিন্দরকে এটিকে মোহন বাগান রিলিজ করবে নাকি লোনে অন্য দলে পাঠাবে, এই প্রশ্ন রয়েছে। অমরিন্দরের আগামী গন্তব্য হিসেবে প্রবলভাবে শোনা গিয়েছিল নর্থ ইস্ট ইউনাইটেডের নাম। ইমামি ইস্টবেঙ্গলও দৌড়ে থাকতে পারে বলে মনে করা হয়েছিল।

শেষ পাওয়া খবর অনুযায়ী, অমরিন্দর সিং-কে দলে নেওয়ার জন্য যারপরনাই চেষ্টা চালাচ্ছে লাল হলুদ। স্বয়ং ইমামি কর্তা আদিত্য আগারওয়াল বিষয়টির ওপর নজর রেখেছেন বলে ফুটবল মহলে কানাঘুষো। এছাড়াও অ্যালবিনো গোমসের কথাও লাল হলুদ কর্তাদের মাথায় রয়েছে বলে মনে করা হচ্ছে।