East Bengal vs Mohun Bagan: ৫ গোল খাওয়া গোলকিপারের ওপর ভরসা হারাল ইস্টবেঙ্গল!

আবারও মুখোমুখি ইস্টবেঙ্গল ও মোহনবাগান (East Bengal vs Mohun Bagan)। রবিবার বিকেলে ব্যারাকপুর স্টেডিয়ামে ছোটোদের ডার্বি। আরএফডিএল-এর এই ম্যাচের আগে ইস্টবেঙ্গলের প্রথম একাদশে এনেছে উল্লেখযোগ্য…

East Bengal vs Mohun Bagan change in line up

আবারও মুখোমুখি ইস্টবেঙ্গল ও মোহনবাগান (East Bengal vs Mohun Bagan)। রবিবার বিকেলে ব্যারাকপুর স্টেডিয়ামে ছোটোদের ডার্বি। আরএফডিএল-এর এই ম্যাচের আগে ইস্টবেঙ্গলের প্রথম একাদশে এনেছে উল্লেখযোগ্য পরিবর্তন।

আরএফডিএল প্রতিযোগিতায় এর আগেও মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল ও মোহনবাগানের জুনিয়র দল। শেষ সাক্ষাতে লাল হলুদ ব্রিগেডকে পাঁচ গোল দিয়েছিলে মোহনবাগান। ৫-১ গোলে ইস্টবেঙ্গলকে হারিয়েছিল মোহনবাগান। পাঁচ গোল হজম করার ব্যাপারে অনেকেই কাঠগড়ায় তুলেছিলেন ইস্টবেঙ্গলের গোলরক্ষককে রণিত সরকারকে।

এদিনের ম্যাচের প্রথম একাদশ থেকে রণিতকে বাদ দিয়েছেন ইস্টবেঙ্গল। বাগানের বিরুদ্ধে রণিতের ওপর আর ভাস্থা রাখেনি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। পরিবর্তে লাল হলুদ দুর্গের শেষ প্রহরীর দায়িত্ব পালন করছেন গৌরব শ।

বাগানের বিরুদ্ধে ৫ গোল হজম করার পরেও রণিতের ওপর ভরসা রেখেছিল ইস্টবেঙ্গল। মহামেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে আরফিডিএল-এর ম্যাচ রণিতকে গোলে রেখেই ম্যাচ খেলেছিল ইস্টবেঙ্গল। মহামেডানের বিরুদ্ধে ২-০ গোলে জিতেছিল মশাল বাহিনী। কিন্তু এবার গোলকিপার হিসেবে রণিতের জায়গায় গৌরবকে বেছে নিয়েছে ম্যানেজমেন্ট।