Loksabha election 2024 : পুরোনো মুখেই আস্থা কংগ্রেসের, মোদীর বিরুদ্ধে সেই ‘আরএসএস’-এর অজয় রায়

কংগ্রেস তাদের পুরোনো মুখেই ভরসা রাখতে চাইল। বারাণসীতে আবার হাতের হয়ে লড়বেন অজয় রায় । শনিবার কংগ্রেস তাদের চতুর্থ তালিকা প্রকাশ করেছে, আসন্ন লোকসভা নির্বাচনের…

modi -ajai rai

কংগ্রেস তাদের পুরোনো মুখেই ভরসা রাখতে চাইল। বারাণসীতে আবার হাতের হয়ে লড়বেন অজয় রায় । শনিবার কংগ্রেস তাদের চতুর্থ তালিকা প্রকাশ করেছে, আসন্ন লোকসভা নির্বাচনের তারা এই দফায় ১৭ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে যেখানে বারাণসীত কেন্দ্রের নামও আছে। আর বরাবর এই কেন্দ্র থেকে লড়ে দেশের প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদী।

উত্তরপ্রদেশ কংগ্রেসের প্রধান এই অজয় রাইকেই আগের দু’টি লোকসভা নির্বাচন যথাক্রমে ২০১৪ এবং ২০১৯ সালে প্রার্থী করেছিল কংগ্রেস। ঘটনাচক্রে, দু’টি নির্বাচনেই তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন মোদী। আর সেই দু’টি নির্বাচনেই মোদীর কাছে হেরে গিয়েছিলেন অজয়। এবার কি সেই হারের হ্যাট্রিক হতে চলেছে নাকি অজয় রায় কোনও ম্যাজিক করবেন ?

তবে অজয় রায়ের ট্র্যাক রেকর্ড দেখলে কিছুটা স্পষ্ট হবে ধারণা। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের মতে ২০১৪-র লোকসভা নির্বাচনে ৫৬ শতাংশেরও বেশি ভোট পেয়ে জিতেছিলেন মোদী। তিনি পেয়েছিলেন ৫,৮১,০২২ ভোট। সেখানে অজয় রাই পেয়েছিলেন ৭৫,৬১৪ ভোট। আবার ২০১৯ সালে মোদী এবং অজয় রায়ের ভোটের ব্যবধান ছিল পাঁচ লক্ষের বেশী! এতএব তৃতীয়বারেও কি তেমন কিছু ঘটতে চলেছে ? রাজনীতি অনিশ্চয়তার খেলা!

ঘটনাচক্রে, এই অজয়ের রাজনৈতিক উত্থান কিন্তু আরএসএস-এর মাধ্যমেই। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী বিজেপির টিকিটে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে ১৯৯৬, ২০০২ এবং ২০০৭ সালে জিতেছেন। তবে ২০০৯ সালে টিকিট না পেয়ে তিনি কংগ্রেসে যোগ দেন।