গত বৃহস্পতিবার সুপার কাপ জয়ী ইস্টবেঙ্গল দলের বিপক্ষে আইএসএলের (Indian Super League) দ্বিতীয় লেগ খেলতে নেমেছিল জামশেদপুর এফসি (East Bengal vs Jamshedpur FC)। প্রথমদিকে কিছুটা পিছিয়ে থাকতে হলেও পরবর্তীতে তাচিকাওয়া ও মানজোরোর গোলে নিজেদের ঘরের মাঠে তিন পয়েন্ট সংগ্ৰহ করেছে করতে সক্ষম থেকেছে জামশেদপুর এফসি। যারফলে, এখনো পর্যন্ত আইএসএলের লড়াইয়ে টিকে থাকল খালিদ জামিলের ছেলেরা। তবে ইন্ডিয়ান সুপার লিগে শুধুমাত্র লড়াই করাই নয় ইমামি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে বদলার ও লড়াই ছিল তাদের। এবার তা নিতে সক্ষম থাকলো জামশেদপুর দলের ফুটবলাররা। এই প্রসঙ্গেই মুখ খুলেছেন সিভেরিও টোরো।
সুপার কাপ জেতার পর এই স্প্যানিশ ফুটবলারকে আর দলে রাখেনি ম্যানেজমেন্ট। চলতি মরশুমের শেষ অব্দি লোনের মাধ্যমে সিভেরিও টোরোকে জামশেদপুর পাঠায় লাল-হলুদ। বলা যায় সেখানে নিজের পুরনো ছন্দ ফিরে পেয়েছেন এই স্প্যানিশ তারকা। গোল করার পাশাপাশি একাধিক অ্যাসিস্ট ও রয়েছে সিভেরিও টোরোর। তাই আজ এই ফুটবলারের কাছে ও ছিল প্রতিশোধের লড়াই। মুখে তেমনটা না বললেও অনেকেই আন্দাজ করতে পেরেছিল সকলেই। যদিও ম্যাচের আগে তিনি বলেছিলেন, আগে আমি ইস্টবেঙ্গলের জার্সিতে খেলেছি। এখন আমার ক্লাব জামশেদপুর। এখন তিন পয়েন্ট ছাড়া কোনোকিছুই ভাবতে চাইছি না।
ম্যাচ জেতার পর তিনি বলেন, আমি একজন পেশাদার ফুটবলার। ইস্টবেঙ্গলের পর এখন আমি জামশেদপুর দলের হয়ে খেলছি। ইস্টবেঙ্গলে ও একটা ভালো সময় কাটিয়েছি। সেখানে ও সবাই প্রায় আমার বন্ধু। তবে দলের জয়ের ক্ষেত্রে নিজের সক্রিয়তা রাখতে পেরে আমি যথেষ্ট খুশি। আমরা প্লে অফের দিকে এগিয়ে গেলেও এখনো অনেক ম্যাচ বাকি। এখন এই পারফরম্যান্স ধরে রাখাই আমার অন্যতম লক্ষ্য।