Home Sports News East Bengal: বড় ম‍্যাচ থেকে বাদ পড়ার মুখে দুই ফুটবলার

East Bengal: বড় ম‍্যাচ থেকে বাদ পড়ার মুখে দুই ফুটবলার

East Bengal football club players celebrating a goal

ইন্ডিয়ান সুপার লিগে  (ISL) হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে খেলতে নামার আগে বিরাট ধাক্কা খেলো ইস্টবেঙ্গল (East Bengal) শিবির। ইস্টবেঙ্গলের দুই গুরুত্বপূর্ণ ফুটবলারের এই ম‍্যাচ মিস করার সম্ভাবনা প্রবল। এর আগে ইস্টবেঙ্গল তাদের শেষ ম‍্যাচ খেলেছিলো জামশেদপুর এফসির বিপক্ষে।

Advertisements

ম‍্যাচে ইস্টবেঙ্গল দলে বেশ কিছু পরিবর্তন চোখে পড়েছিলো। এখন খাতায় কলমে প্রথম ছয়ে যাওয়ার উপায় থাকলেও, বিষয়টিকে বাস্তব রুপ দেওয়া ভীষণ কঠিন। সেই ম‍্যাচে খেলার সময় বেশ কিছু ফুটবলার চোট পান। হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে চোটের কারণে নাও খেলতে পারে একাধিক লাল হলুদের ফুটবলার‌। বর্তমানে ইন্ডিয়ান সুপার লিগের দ্বিতীয় স্থানে আছে হায়দ্রাবাদ। অন‍্যতম কঠিন একটা দল, তাই তাদের বিরুদ্ধে যে ইস্টবেঙ্গল বেগ পাবে। সেই কথা বলাই বাহুল‍্য।‌

   

এবার চোটের তালিকায় থাকা ফুটবলারদের নিয়ে বিশদে আলোচনায় আসি।প্রথমে বলি ইভান গঞ্জালেজের কথায়। একেবারে খারাপ খেলছেন যে এমন নয়,আবার খুব আহামরি’ও কিছু নয় একটা। তিনি চোট পেয়েছেন এবং তার হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলার সম্ভাবনা খুবই কম।আরেকজন চোট পাওয়া ফুটবলার হলেন অঙ্কিত মুখার্জি। তিনিও চোট পেয়েছেন।এর ফলে তাকে খেলা চলার মাঝপথে তুলে নিতে হয়েছিল।তার এই ম‍্যাচে খেলার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।

Advertisements