Tripura Election 2023: হাজার হাজার কর্মচ্যুতদের গর্জন ‘বিজেপি সরকার ফেলে দেব’

Tripura Election 2023: ভোটের আগে কাঁপছে বিজেপি। পশ্চিমবঙ্গের বিরোধী দলটি ত্রিপুরায় (Tripura) সরকারে আছে। তৃণমূল (TMC) যেমন নিয়োগ দুর্নীতে জড়িত।

Tripura election 2023 Thousands of sacked teachers threatened to throw out the BJP government

Tripura Election 2023: ভোটের আগে কাঁপছে বিজেপি। পশ্চিমবঙ্গের বিরোধী দলটি ত্রিপুরায় (Tripura) সরকারে আছে। তৃণমূল (TMC) যেমন নিয়োগ দুর্নীতে জড়িত। বিজেপির (BJP) বিরুদ্ধে নিয়োগ বিহীন সরকার চালানোর অভিযোগ। ফের সরকারে এলেই পূর্ণ নিয়োগ হবে এমন দাবি করেছে (CPIM) সিপিআইএম

Tripura election 2023 Thousands of sacked teachers threatened to throw out the BJP government

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

বিস্তারিত পড়ুন:
রাজপথে হাজার হাজার শিক্ষকদের একটাই দাবি রাজ্য সরকার তার ঘোষিত কর্মসূচি অনুসারে চাকরির ব্যবস্থা করেনি। পুরো পাঁচ বছর ধরে মিথ্যাচার করে গেছে। এই সরকারকে ফেলে দেব আমরা। প্রবল ক্ষোভে ত্রিপুরা কাঁপছে। সরকারে থাকা বিজেপির মধ্যে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। বিধানসভা ভোট ঘোষণার পরই কর্মচ্যুত ও কর্মপ্রার্থী শিক্ষক-শিক্ষিকাদের তরফে বারবার ঘেরাও করা হচ্ছে মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর বাসভবন।

পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সরকার শিক্ষা দফতরের নিয়োগ দুর্নীতিতে জড়িত। কোটি কোটি কালো টাকা উদ্ধার, প্রাক্তন মন্ত্রী-বিধায়ক আর আমলারা জেলে বন্দি। ইডি-সিবিআই অভিযান চলছে। আরও এক বাংলাভাষী প্রধান রাজ্য ত্রিপুরায় চলছে নিয়োগের দাবিতে প্রবল ক্ষোভ। তাৎপর্যপূর্ণ, পশ্চিমবঙ্গের বিরোধী দল বিজেপি ত্রিপুরায় ক্ষমতাসীন। বাংলায় নিয়োগ দুর্নীতি নিয়ে সরব বিজেপি ত্রিপুরায় নিয়োগ সংক্রান্ত ইস্যুতে কোণঠাসা।

ত্রিপুরায় গত বাম জমানায় ১০৩২৩ জন শিক্ষক শিক্ষিকার নিয়োগ হয়েছিল। সেই নিয়োগে ত্রুটি আছে এমনই মামলা করেছিল বিজেপি। আদালতের নির্দেশে পুরো নিয়োগ বাতিল করা হয়। তখন বিজেপির প্রতিশ্রতি ছিল সরকার গড়লে কর্মচ্যুতদের চাকরি হবে। অভিযোগ, বিজেপি সরকারে এলেও নিয়োগ হয়নি। এখন, ক্ষুব্ধ কর্মচ্যুত শিক্ষক শিক্ষিকারা প্রকাশ্য সমাবেশ থেকে রাজ্যে বিজেপি সরকার ফেলে দেওয়ার দাবি জানাচ্ছেন। তাদের স্লোগান, ‘জুমলাবাজির সরকারকে একটিও ভোট নয়’। তাঁরা বিরোধী সিপিআইএম ও কংগ্রেসের প্রার্থীদের সরাসরি ভোট দিতে বলছেন।

বিরোধী দল সিপিআইএমের রাজ্য সম্পাদক জীতেন্দ্র চৌধুরী জানিয়েছেন, রাজ্যে বিজেপি সরকারের পতন নিশ্চিত। নতুন সরকার কর্মচ্যুত ১০৩২৩ মঞ্চের শিক্ষক শিক্ষিকাদের নিয়োগ নিশ্চিত করবে।

এদিকে ত্রিপুরায় প্রচারে যাবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, এ রাজ্যেও লক্ষ্মীর ভাণ্ডার সহ বিভিন্ন প্রকল্প চালুর জন্য তৃ়ণমূলকে ভোট দিতে বলবেন মমতা।