ATK Mohun Bagan: তারকা ফুটবলারকে দলে নিতে ব‍্যর্থ হল মোহনবাগান

চলতি জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে বড়সড় একটা টার্গেট হাতছাড়া হয়ে গেল এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan)

Imran Khan

চলতি জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে বড়সড় একটা টার্গেট হাতছাড়া হয়ে গেল এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan)। বেশ কিছু দিন ধরে সবুজ মেরুন শিবিরের ঘরের ছেলে ভারতের লেফট উইংয়ের ফুটবলার ইমরান খানের ক্লাবে প্রত‍্যাবর্তন করা নিয়ে একটা জল্পনা তৈরী হয়েছিল।

বর্তমানে ইমরান খান নর্থইস্ট ইউনাইটেডে খেলেন। ইন্ডিয়ান সুপার লিগে এফসি গোয়ার হয়ে বেশ কিছু ম‍্যাচ খেলার অভিজ্ঞতা আছে তার। এছাড়া ২০১৯-২০ মরশুমে এটিকে মোহনবাগানের হয়ে খেলেছিলেন ইমরান খান। আশিক কুরুনিয়ানের ব‍্যাক আপ হিসেবে এই ফুটবলার কে নিতে চেয়েছিলো এটিকে মোহনবাগান।তাদের মুখের গ্রাস কেড়ে নিলো চেন্নাইয়ান এফসি। দক্ষিণের এই ক্লাব ইমরান খানকে নর্থইস্ট ইউনাইটেড থেকে সই করিয়ে নিলো।

   

নিঃসন্দেহে এটা বিরাট একটা ধাক্কা এটিকে মোহনবাগান দলের কাছে। কারণ জুয়ান ফেরান্দোর দলে আশিক কুরুনিয়ানের যথার্থ কোনও ব‍্যাক আপ ফুটবলার নেই। তাই ইমরান এলে একটা ভালো ব‍্যাক আপ পেতো যে সবুজ মেরুন শিবির, সেটা বলাই বাহুল‍্য। তবে শেষ অবধি তাদের সেই স্বপ্ন পূরণ করতে দিলো না চেন্নাইয়ান এফসি।