East Bengal: নন্দকুমারের গোলে চেন্নাইন বধ লাল-হলুদের, খুশি সমর্থকরা

East Bengal Triumphs Over Chennaiyin FC

জামশেদপুর ম্যাচের হতাশা ভুলে ফের জয়ের সরণীতে ফিরল ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল ক্লাব। নির্ধারিত সময়ের শেষে ১-০ গোলের ব্যবধানে তারা পরাজিত করল ওয়েন কোয়েলের চেন্নাইন এফসিকে। লাল-হলুদের জার্সিতে একটি মাত্র গোল করেন ভারতীয় তারকা নন্দকুমার শেখর। এই জয়ের দরুণ পয়েন্ট টেবিলের কিছুটা উপরে উঠে আসল লাল-হলুদ ব্রিগেড‌। সেইসঙ্গে এবারের ইন্ডিয়ান সুপার লিগের শেষ ছয়ের লড়াইয়ে এখনো টিকে থাকল কার্লোস কুয়াদ্রাতের ছেলেরা। যা দেখে খুশি আপামর সমর্থকরা। বর্তমানে ১৬ ম্যাচ খেলে ১৮ পয়েন্ট রয়েছে ময়দানের এই প্রধানের ঝুলিতে।

Advertisements

আরও পড়ুন: Cricket : ১০ ম্যাচে ৯৯৭ রান করে সাড়া জাগিয়েছেন কলকাতার বিশাল

   

যারফলে, অভিষেক বচ্চনের চেন্নাইন এফসিকে পিছনে ফেলে লিগ টেবিলের ৮ নম্বরে উঠে এসেছে ইমামি ইস্টবেঙ্গল। উল্লেখ্য, আজ ঘরের মাঠে ম্যাচ থাকায় শুরু থেকেই কিছুটা আক্রমনাত্মক থেকেছে ক্লেটনরা। কিন্তু সেভাবে গোলের সুযোগ আসেনি ম্যাচের প্রথমার্ধে। একইভাবে পাল্টা আক্রমণে উঠে আসতে থাকে জর্ডন মারিরা। কিন্তু গোলের মুখ খোলা সম্ভব হয়নি তাদের পক্ষে। কিন্তু প্রথমার্ধের একেবারে শেষ লগ্নে লাল-হলুদ ডিফেন্ডার হিজাজী মাহেরের হেড করতে যাওয়ার প্রচেষ্টা কিছুটা হলেও বিপদে ফেলে দিতে পারত দলকে। তবে সময়মতো পরিস্থিতি সামাল দেন গোলরক্ষক প্রভসুখান সিং গিল।

Advertisements

আরও পড়ুন: Mohun Bagan : ফেরান্দোর মতো একই সমস্যার সম্মুখীন মানালো

দ্বিতীয়ার্ধে ৬৮ মিনিটের মাথায় নন্দকুমারের গোল আসতেই আত্মবিশ্বাস বেড়ে যায় ইস্টবেঙ্গলের। অপরদিকে, গোল শোধ করার জন্য ক্রমশ চাপ বাড়াতে থাকে চেন্নাইন। মাঝমাঠ থেকে বল তুলে নিয়ে বেশ কয়েকবার আক্রমণ উঠে আসলেও লাল-হলুদ ডিফেন্ডারদের রক্ষনভাগে আটকে যেতে হয় শেষ পর্যন্ত। যারফলে, অ্যাওয়ে ম্যাচ থেকে খালি হাতেই ফিরতে হচ্ছে ওয়েন কোয়েলের ছেলেদের।