Home Sports News East Bengal : রয় কৃষ্ণার থেকেও তুখোড় ফরোয়ার্ড আসতে পারে লাল-হলুদে

East Bengal : রয় কৃষ্ণার থেকেও তুখোড় ফরোয়ার্ড আসতে পারে লাল-হলুদে

East Bengal

আক্রমণভাগে এক তুখোড় ফরোয়ার্ডকে যুক্ত করার সুযোগ রয়েছে ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাবের সামনে। অস্ট্রেলিয়ার এ লিগে খেলা এক ফুটবলারকে নিয়ে ক্রীড়া প্রেমীদের দিয়ে শুরু হয়েছে আলোচনা। একাংশের মতে, এই ফরোয়ার্ড রয় কৃষ্ণার সমকক্ষ। কারও ধারণা, ক্লিক করে গেলে তাঁর থেকেও হতে পারেন বিপজ্জনক। 

Advertisements

সোমবার লাল হলুদ সমর্থকদের আলোচনায় ঢুকে পড়েছে দিমিত্রি পেত্রতোসের নাম। বর্তমানে অস্ট্রেলিয়ার এ লিগে রয়েছেন। সৌদি প্রফেশনাল লিগের দল আল ওয়েদা থেকে লোনে গিয়েছিলেন ওয়েস্টার্ন সিডনি ওয়েন্দেরার্সে। 

   

২৯ বছর বয়সী এই ফরোয়ার্ড খেলেছেন বহু কাবে। গোলও করেছেন প্রচুর। পরিসংখ্যান অনুযায়ী সবথেকে বেশি ম্যাচ খেলেছেন ব্রিসবেন রোরের হয়ে। ২০১৩ থেকে ২০১৭ পর্যন্ত সেখানে ছিলেন। ৯৪ ম্যাচে করেছিলেন ১৫ গোল। এছাড়াও অন্যান্য দলের হয়েও বেশ কিছু গোল রয়েছে তাঁর নামের পাশে।

অস্ট্রেলিয়ার বিভিন্ন বয়স ভিত্তিক জাতীয় দলে খেলেছেন। অনূর্ধ্ব ১৭, ২০, ২৩ দলের হয়ে কিছু ম্যাচ খেলেছেন। সিনিয়র দলেও সুযোগ পেয়েছিলেন।

Advertisements