রাজ্যের বিদ্যুৎ বোর্ডের ফুটবল দলের পর এবার তেল কোম্পানি। পরপর ম্যাচে হারল ইস্টবেঙ্গল (East Bengal)। চলতি বছরের ইন্ডিপেন্ডেনস কাপে (Independence Cup) উত্তাপহীন মশাল বাহিনী।
বুধবার নওগাঁয় অয়েল ইন্ডিয়ার বিরুদ্ধে ছিল ইস্টবেঙ্গলের ম্যাচ। পূর্ণ শক্তির রিজার্ভ দল নিয়েই মাঠে নেমেছিল ইস্টবেঙ্গল। তারপরেও জয়ের দেখা নেই। ড্র করলেও হয়তো কিছুটা মুখ রক্ষা করা যেত, কিন্তু সরাসরি পরাজয়। বিরতি পর্যন্ত কোনো দল গোল মুখ খুলতে পারেনি। শেষ পর্যন্ত অয়েল ইন্ডিয়ার করা একমাত্র গোলে হয় ম্যাচের ভাগ্য নির্ধারণ। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে স্কোরলাইন ০-১।
ইন্ডিপেন্ডেনস কাপের গত ম্যাচে অসম স্টেট ইলেকট্রিক বোর্ডের ফুটবল দলের কাছে হার মেনেছিল লাল হলুদ ব্রিগেড। সোমবার প্ল্যাটিনাম জুবিলি ইন্ডিপেন্ডেনস কাপে অসম স্টেট ইলেকট্রিক বোর্ড স্পোর্টস ক্লাবের মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল। নওগাঁয় বিরতি পর্যন্ত স্কোরলাইন ছিল ১-১। খেলা শেষে ২-১, ইস্টবেঙ্গলের বিরুদ্ধে।
Full-time in Nagaon. pic.twitter.com/YzoXvwfu6b
— East Bengal FC (@eastbengal_fc) November 8, 2023
পরপর দুই ম্যাচে চূড়ান্ত স্কোরলাইন দেখার পর ইস্টবেঙ্গল সমর্থকরা রীতিমত অবাক ও হতাশ। ক্লাবের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় খেলার ফলাফল পোস্ট করা হয়েছে। সেখানে যথারীতি ক্ষোভ প্রকাশ করেছেন সমর্থকরা। কেউ কেউ বলছেন, এই দলের একজনের মধ্যেই আইএসএল খেলার যোগ্যতা নেই।