Ranjan Chowdhury: বাংলার কোচের বিরুদ্ধে উঠল বিস্ফোরক অভিযোগ

জাতীয় গেমসে বলার মতো পারফরম্যান্স করতে পারেনি বাংলা। খাতায় কলমে একাধিক প্রতিভা সম্পন্ন ফুটবলার। কিন্তু মাঠে নেমে ফলাফল হল অন্য কিছু। সম্প্রতি সময়ের এতটা হতাশ…

Ranjan Chowdhury

জাতীয় গেমসে বলার মতো পারফরম্যান্স করতে পারেনি বাংলা। খাতায় কলমে একাধিক প্রতিভা সম্পন্ন ফুটবলার। কিন্তু মাঠে নেমে ফলাফল হল অন্য কিছু। সম্প্রতি সময়ের এতটা হতাশ বোধহয় বাংলার ফুটবল এর আগে করেনি। কেন হল এরকম? সেই প্রশ্ন এখনও কলকাতা ময়দানে ঘুরপাক খাচ্ছে।

এবারের কলকাতা ফুটবল লীগ হয়েছিল বেশ জমজমাট। একাধিক নতুন মুখ সাড়া জাগিয়েছিলেন লীগে। এবারের কলকাতা ফুটবল লীগ ছিল বিদেশি ফুটবলার বিহীন। ফলত আরও বেশি সংখ্যক ভারতীয় ফুটবলার সুযোগ পেয়েছিলেন প্রতিযোগিতায়। সমর্থকদের মধ্যেও উৎসাহ ছিল চোখে পড়ার মতো। ফলত বাংলা দলকে নিয়েও চড়েছিল প্রত্যাশার পারদ।

সিনিয়র ও জুনিয়র ফুটবলারদের নিয়ে সাজানো হয়েছিল বাংলা দল। কোচের ভূমিকায় ছিলেন কলকাতা ময়দানের অভিজ্ঞ রঞ্জন চৌধুরী (Ranjan Chowdhury)। ম্যাচের সূচি ও সময় নিয়ে রঞ্জন কিছুটা অখুশি ছিলেন। তবুও ফুটবলারদের থেকে ভালো কিছু আশা করা হয়েছিল। শেষ পর্যন্ত ভালো কিছু হয়নি।

এ প্রসঙ্গে বাংলার কোচ নির্বাচক কমিটির অন্যতম সদস্য অমিত ভদ্র সংবাদ মাধ্যমে বলেছেন, “তার (কোচ) ওপর বিশ্বাস রেখেছিলাম। পুরোপুরি সুযোগ দেওয়া হয়েছিল যাতে সে পরে কোনো অজুহাত দিতে না পারে। পরে দেখলাম দুটো বছরেরই এটার অপব্যবহার করা হয়েছে। আমরা যে সুযোগ দিয়েছিলাম সেটা যথাযথভাবে কাজে লাগানো হয়নি।”