East Bengal: প্রস্তুতি ম্যাচে নেরোকার কাছে হার লাল-হলুদের, হতাশ সমর্থকরা

ফের পরাজয়। এবার প্রস্তুতি ম্যাচে নেরোকা এফসির কাছে পরাজিত হল ইমামি ইস্টবেঙ্গল। নির্ধারিত সময়ের শেষে ম্যাচের ফলাফল থাকে ৩-২ গোল। লাল-হলুদের হয়ে গোল করেন যথাক্রমে…

Pre-season Setback: East Bengal Falls to Neroca in Warm-up Clash

ফের পরাজয়। এবার প্রস্তুতি ম্যাচে নেরোকা এফসির কাছে পরাজিত হল ইমামি ইস্টবেঙ্গল। নির্ধারিত সময়ের শেষে ম্যাচের ফলাফল থাকে ৩-২ গোল। লাল-হলুদের হয়ে গোল করেন যথাক্রমে পিভি বিষ্ণু ও গুইতে।অন্যদিকে, দাপিয়ে খেলে দলের জয় নিশ্চিত করে ফেলে নেরোকা ফুটবলাররা। আজকের পারফরম্যান্স দেখে যথেষ্ট হতাশ ইস্টবেঙ্গল সমর্থকরা।

Advertisements

উল্লেখ্য, আইএসএলের তৃতীয় ম্যাচে সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসির কাছে ধরাশায়ী হওয়ার পর সাময়িক বিরতিকে কাজে লাগিয়ে একাধিক প্রস্তুতি ম্যাচ খেলার কথা আগেই জানিয়েছিলেন লাল-হলুদ কোচ কার্লোস কুয়াদ্রাত। এক্ষেত্রে গোকুলাম কেরালা এফসির পাশাপাশি শক্তিশালী নেরকার সাথে খেলার কথা জানানো হয়। সেইমতো আজ নিজেদের মাঠে নেরোকার মুখোমুখি হয়েছিল কলকাতার এই প্রধান। কিন্তু প্রস্তুতি ম্যাচে ফের ভরাডুবি মশাল ব্রিগেডের।

   

Pre-season Setback: East Bengal Falls to Neroca in Warm-up Clash

তবে এই ম্যাচে অধিকাংশ ছিল জুনিয়র দলের ফুটবলার। যাদের মধ্যে ছিলেন কমলজিৎ, গুইতে,মোবাশির,পিভি বিষ্ণু, তুহিন, অতুল, গুরসিমরত। এছাড়াও সিনিয়র দল থেকে নিশু, ভান্সপল ও হিজাজি মাহেরকে খেলান কোচ। এক কথায় বলতে গেলে জুনিয়র – সিনিয়র কম্বিনেশন নিয়ে খেলোয়াড়দের দেখে নিলেন লাল-হলুদ কোচ।