আইলিগে (I-League) আবার হার ইস্টবেঙ্গলের (East Bengal)। নির্ধারিত সূচি অনুসারে আজ দুপুরে কল্যানী স্টেডিয়ামে ইউনাইটেড স্পোর্টস ক্লাবের (United Sports) মুখোমুখি হয়েছিল বিনো জর্জের ছেলেরা। প্রথম দিকে ম্যাচের রাশ লাল-হলুদের হাতে থাকলেও ধীরে ধীরে আধিপত্য বিস্তার করতে থাকে ইউনাইটেড স্পোর্টস ক্লাবের ছেলেরা। নির্ধারিত সময়ের শেষে ১-০ গোলের ব্যবধানে ম্যাচ জিতে নেয় ইউনাইটেড স্পোর্টস ক্লাব। জিতেন মুর্মুর করা একমাত্র গোলেই ম্যাচ ছিনিয়ে নিয়ে যায় ময়দানের এই প্রভাবশালী ক্লাব।
ম্যাচের প্রথম দিক থেকেই যথেষ্ট আক্রমনাত্মক মেজাজে ধরা দেয় লাল-হলুদের জেসন- মহিতোষরা। মাঝমাঠ থেকে একাধিকবার আক্রমণ শানিয়ে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত প্রতিপক্ষের রক্ষনে বাঁধা পেতে হয় ইস্টবেঙ্গল ফুটবলারদের। যারফলে, গোলশূন্য ভাবেই শেষ হয় ম্যাচের প্রথমার্ধ। তবে দ্বিতীয়ার্ধ থেকে আক্রমণ বাড়াতে থাকে ইউনাইটেড স্পোর্টস ক্লাব। সেই ফলস্বরূপ ম্যাচের ৭৮ মিনিটের মাথায় জিতেন মুর্মুর করা গোলে এগিয়ে যায় দল। ফলাফল দাঁড়ায় ১-০ গোল। তারপর শেষের দিকে একাধিকবার আক্রমণ গড়ে তুললে ও গোলের মুখ খুলতে ব্যর্থ হয় ইস্টবেঙ্গল। শেষ পর্যন্ত ওই ১ গোলের ব্যবধানেই ম্যাচ জিতে যায় ইউনাইটেড স্পোর্টস।
উল্লেখ্য, এবারের রিলায়েন্স ডেভলপমেন্ট লিগে দল ছন্দে থাকলেও দ্বিতীয় ডিভিশন আইলিগের শুরুটা একেবারেই ভালো হয়নি হিমাংশু তুহিনদের। প্রথম ম্যাচেই পুর্শোনোপের গোলে শিলং লাজং এফসির কাছে পরাজিত হয় ইমামি ইস্টবেঙ্গল। তারপর দ্বিতীয় ম্যাচে গোলের সহজ সুযোগ নষ্ট করায় এই ইউনাইটেড স্পোর্টস ক্লাবের সাথে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয়েছিল তাদের। তারপর গত ম্যাচে ডায়মন্ড রক এফসির বিরুদ্ধে ৩-১ গোলে ম্যাচ জিতে যায় লাল-হলুদ ব্রিগেড। তবে আজ ফের পরাজিত হতে হল তাদের।