HomeSports NewsHira Mondal: সম্ভবত ইস্টবেঙ্গলে ফেরার ইঙ্গিত দিলেন হীরা মণ্ডল

Hira Mondal: সম্ভবত ইস্টবেঙ্গলে ফেরার ইঙ্গিত দিলেন হীরা মণ্ডল

- Advertisement -

প্রাক্তন ইস্টবেঙ্গল (East Bengal) খেলোয়াড় হীরা মণ্ডলের (Hira Mondal) ফেসবুক কভার ফটো ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ওই পোস্টে এক ইস্টবেঙ্গল ভক্তের আকা ছবি পোস্ট করেছেন ফুটবলার হীরা মণ্ডল, তাতে দেখা যাচ্ছে লাল হলুদ জার্সিতে এক ফুটবলার ম্যাচ মুডে রয়েছেন।

ফুটবলার হীরা মণ্ডল ২০২২-২৩ ইন্ডিয়ান সুপার লিগ সেশনে ইস্টবেঙ্গল ক্লাব ছেড়ে পাড়ি জমিয়েছেন বেঙ্গালুরু এফসিতে। শুক্রবার ইস্টবেঙ্গল এফসির বিরুদ্ধে ম্যাচে প্রথম একাদশে ঠাই হয়নি হীরার।এরপর থেকেই জোর গুঞ্জন শুরু হয়েছে ফুটবলার হীরা মণ্ডল লাল হলুদ জার্সি গায়ে চাপাতে পারেন।

যদিও এই নিয়ে হীরা মণ্ডল নিজে থেকে কিছুই জানায় নি এবং ইস্টবেঙ্গল এফসিও হীরা মণ্ডলের দলে ফিরে আসা নিয়ে কিছুই ঘোষণা করেনি।প্রসঙ্গত,গত আইএসএলে মরসুমে হীরা মণ্ডল ইস্টবেঙ্গল স্কোয়াড সদস্য ছিলেন।জানুয়ারিতে ফিফা ট্রান্সফার উইন্ডো খুলছে। ইমামি গ্রুপ এবং অন্যান্য আরও কয়েকটি বাণিজ্যিক প্রতিষ্ঠান ইস্টবেঙ্গল এফসি দলে বিনিয়োগ করেছে।ফলে লাল হলুদ ভক্তরা মনে করছে এই ট্রান্সফার উইন্ডোকে কাজে লাগিয়ে দলে বেশকিছু পজিশিনে রদবদলের বড় একটা সম্ভাবনা রয়েছে।

সর্বশেষ সংবাদ শিরোনাম

এই সংক্রান্ত আরও সংবাদ