East Bengal : ওগবেচেকে নিয়ে চলছে দড়ি টানাটানি, ইস্টবেঙ্গলও আছে লড়াইয়ে

দলবদলের বাজারে আলোচনার কেন্দ্র বিন্দুতে বার্তলোমিউ ওগবেচে। একাধিক দল তাঁকে পেতে আগ্রহী। ইস্টবেঙ্গলও (East Bengal) রয়েছে এই দড়ি টানাটানি খেলায়। এখনও পর্যন্ত যা খবর, বার্তলোমিউ…

দলবদলের বাজারে আলোচনার কেন্দ্র বিন্দুতে বার্তলোমিউ ওগবেচে। একাধিক দল তাঁকে পেতে আগ্রহী। ইস্টবেঙ্গলও (East Bengal) রয়েছে এই দড়ি টানাটানি খেলায়।

এখনও পর্যন্ত যা খবর, বার্তলোমিউ ওগবেচেকে ধরে রাখতে চাইছে হায়দরাবাদ এফসি। এটিকে মোহন বাগানও আগ্রহী এই গোলমেশিনকে সই করাতে। পিছিয়ে নেই ইস্টবেঙ্গলও। ওগবেচের লাল হলুদে যাওয়ার জল্পনা অনেকেই উড়িয়ে দিয়েছিলেন। তবে ফুটবল মহলের একাংশের জোরালো দাবি, পিকচার আভি বাকি হ্যায়।

   

আরও পড়ুন: ATK Mohun Bagan : বাগানে আর হয়তো বাজবে না কৃষ্ণার বাঁশি

Advertisements

আগামী মরশুমে আর হয়তো এটিকে মোহন বাগানে দেখা যাবে না রয় কৃষ্ণাকে। ক্লাব যে একজন গোল স্কোরারের সন্ধানে রয়েছে এ কথা অনেকেই মনে করছেন। শোনা গিয়েছে যে আলভারো ভাস্কুয়েজের সঙ্গে বাগানের কথা অনেকটা এগিয়েছে। তাঁকে চূড়ান্ত করতে পারলে আর হয়তো ওগবেচের জন্য চেষ্টা চালাবে না সবুজ মেরুন শিবির। সেক্ষেত্রে লড়াইয়ে থেকে যাবে হায়দরাবাদ এফসি এবং ইস্টবেঙ্গল।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News