Cleiton Silva: দিমি-ডেভিড থাকলেও ক্লেইটন দেবেন নিজের সেরাটা

খাতায় কলমে ইস্টবেঙ্গল এফসির (East Bengal) স্কোয়াড ইতিমধ্যে সমীহ আদায় করার মতো। গত মরসুমে সুপার কাপ জিতে ট্রফি খরা কাটিয়েছিল দল। আসন্ন মরসুমে আরও বেশি…

Cleiton Silva

খাতায় কলমে ইস্টবেঙ্গল এফসির (East Bengal) স্কোয়াড ইতিমধ্যে সমীহ আদায় করার মতো। গত মরসুমে সুপার কাপ জিতে ট্রফি খরা কাটিয়েছিল দল। আসন্ন মরসুমে আরও বেশি খেতাব জয় করার জন্য চেষ্টা করবে মশাল ব্রিগেড। ক্লাবের কোচ, কর্তা প্রত্যেকেই ভাল ফলাফল করার ব্যাপারে প্রত্যাশী।দিমিত্রিয়স দিয়ামান্তিকস ও ডেভিডের আগমনে ক্লেইটন সিলভার (Cleiton Silva) ওপর চাপ কিছুটা কমবে বলে আশা করা যায়।

   

Sumit Rathi: ৬ বছর কলকাতায় থেকেও কলকাতার চাপ সামলাতে পারলেন না সুমিত 

যদিও ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নিজে সেটা মনে করছেন না। তাঁর মতে, ‘আমি হাত-পা গুটিয়ে নেই। সব সময় নিজেকে পুশ করতে পছন্দ করি. আমি যখনই মাঠে থাকি তখনই আরও ভাল খেলার চেষ্টা করি।’

ক্লেইটন বলেছেন, ‘তারপরও আমরা যদি দুই খেলোয়াড়কে ভালভাবে কাজে লাগাতে পারি, তাহলে আমাদের জন্য ভালো হবে… প্রথম টার্গেট সেরা ছয়ের মধ্যে থাকা। গত বছর আমি যা বলেছিলাম, এখনও সেই একই কথাই বলছি। এরপর আপনি পরবর্তী পদক্ষেপ নেওয়ার কথা ভাবতে পারেন।’ 

Mohun Bagan: বাঙালি কোচের কাছেই জব্দ সুপার জায়ান্ট

ব্রাজিলিয়ান ফরোয়ার্ড আরও জানিয়েছেন, ‘আমি সব সময় মাথায় রেখে খেলি, প্রত্যাশা সবসময় বেশি থাকে। আসলে, এই ধরনের অনুভূতি পছন্দ করি।যদিও গত বছর পরিস্থিতি ভিন্ন ছিল, আমরা প্রতিটি ম্যাচ জেতার চেষ্টা করেছি। এই বছরও একই কাজ করব এবং এবার আমাদের যে দল আছে সেটা বেশ ইতিবাচক।’