ISL: বৃষ্টি ভেজা যুবভারতীতে মশাল জ্বালালেন ক্লেইটন

ISL: ভরসার মুখ সেই ক্লেইটন সিলভা (Cleiton Silva)। গত মরসুমের মতো এবারেও গোল করে ইস্টবেঙ্গলকে জেতালেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার। প্রথম ম্যাচের পয়েন্ট খোয়ানোর গ্লানি ভোলালেন হায়দরাবাদ…

Cleiton Silva

ISL: ভরসার মুখ সেই ক্লেইটন সিলভা (Cleiton Silva)। গত মরসুমের মতো এবারেও গোল করে ইস্টবেঙ্গলকে জেতালেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার। প্রথম ম্যাচের পয়েন্ট খোয়ানোর গ্লানি ভোলালেন হায়দরাবাদ এফসির অসাধারণ ফ্রি কিক থেকে।

গত মরসুমে ইন্ডিয়ান সুপার লীগের সর্বোচ্চ গোলদাতা হওয়ার দৌড়ে ছিলেন ইস্টবেঙ্গলের ক্লেইটন সিলভা। দলকে কার্যত একা নিজের কাঁধে বয়ে নিয়ে গিয়েছিলেন তিনি। তবুও এবারের মরসুমে তিনি কতটা কী করতে পারবেন সে ব্যাপারে প্রশ্ন ছিল, কারণ বয়স। বয়স বাড়ার সঙ্গে অনেকের খেলার ধার কমে যায়। কিন্তু এই ভদ্রলোকের নাম ক্লেইটন সিলভা। বয়স বয়স বাড়লেও মজেনি স্কিল, আগের মতোই গোলের জন্য অনুভব করছেন খিদে।

জামশেদপুর এফসির বিরুদ্ধে পুরো পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ার সুযোগ ছিল ইস্টবেঙ্গলের কাছে। সিভেরিওরা সুযোগের সদ্ব্যবহার করতে পারেননি। সমর্থকদের আশ্বস্ত করে ইস্টবেঙ্গল কোচ Carles Cuadrat বলেছিলেন, “গোলের একাধিক সুযোগ তৈরি হয়েছে এটাই আসল ব্যাপার। গোল হয়নি ঠিক কথা, কিন্তু গোল আসবে।” গোল এল লীগের দ্বিতীয় ম্যাচেই। ঘরের মাঠে পুরো পয়েন্ট পেল ইস্টবেঙ্গল। পরপর দুই ম্যাচে অপরাজিত দল। লাল হলুদ সমর্থকদের জন্য এবার মরসুম সত্যি হয়তো অন্যরকম হতে চলেছে।

এদিনের ম্যাচের প্রথম পনেরো মিনিটের মধ্যে দুটি গোল। ৮ মিনিটে হিতেশ শর্মা হায়দরাবাদ এফসিকে এগিয়ে দেওয়ার মিনিট দুইয়ের মধ্যে ক্লেইটনের গোলে সমতায় ফেরে ইস্টবেঙ্গল। জয়সূচক গোল খেলার অতিরিক্ত সময়ে। ফ্রি কিক থেকে সিলভার দ্বিতীয় গোল। আরও গোল হতে পারতো। দুই দলের গোলরক্ষক অনবদ্য কিছু সেভ করে ম্যাচ করে তুলেছিলেন আরও রোমাঞ্চকর।