মোহনবাগান CFL খেলবে কিনা সিদ্ধান্ত শনিতে : আইএফএ সচিব

কলকাতা লিগে কি মোহনবাগান খেলবে? এই প্রশ্ন এখন শুধু মোহনবাগান জনতার নয়। গোটা বাংলা অপেক্ষা করে আছে কলকাতা লিগে (CFL) মোহনবাগান খেলবে কিনা বা কলকাতা…

Calcutta Football League: IFA is sending a letter to Mohun Bagan

কলকাতা লিগে কি মোহনবাগান খেলবে? এই প্রশ্ন এখন শুধু মোহনবাগান জনতার নয়। গোটা বাংলা অপেক্ষা করে আছে কলকাতা লিগে (CFL) মোহনবাগান খেলবে কিনা বা কলকাতা ডার্বি দেখা যাবে কিনা । এই নিয়ে আইএফএ সচিব অনির্বাণ দত্তকে প্রশ্ন করা হলে তিনি নিজেও দ্বিধায় রয়েছেন।

এই প্রসঙ্গে তিনি বলেন, ‘১৭ ই সেপ্টেম্বর অথাৎ শনিবার প্রিমিয়ার লিগের বৈঠক ডেকেছি।এই বৈঠকই ঠিক হয়ে যাবে মোহনবাগান খেলবে কিনা।এই বৈঠকেই মোহনবাগান নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে আইএফএর পক্ষ থেকে।’ পাশাপাশি তিনি বলেন, ‘ আমি আমার যথাসাধ্য সাহায্য করেছি সচিব হিসেবে। কেউ বলতে পারবেন না যে আমি সাহায্যের জন্য এগিয়ে যায়নি। এরপর যদি মোহনবাগান না খেলে আমার কিছু করার নেই । আইএফএর সংবিধানে যা রয়েছে সেটাই আমাকে করতে হবে। কারণ আমার হাত-পা বাঁধা । সংবিধানের বাইরে গিয়ে আমি কিছু করতে পারব না।’

কলকাতা লিগে মোহনবাগান খেলুক চাইছেন সমর্থকরা । উদগীব হয়ে রয়েছে মোহনবাগানের খেলা দেখার জন্য। প্রায় দু বছর করোনা মহামারির জন্য কলকাতা লিগ অনুষ্ঠিত হতে পারেনি। দু’বছর ধরে কোনও ডার্বি বা ক্লাবের খেলা দেখতে পাননি সমর্থকরা । সেই জন্য তাদের আফসোস রয়েছে । এবার অবশ্য করোনা কেটে গিয়েছে। ডুরান্ডে অংশ নিয়েছিল মোহনবাগান। ডুরান্ড ডার্বিও দেখতে পেয়েছেন তারা। তাই সকলেই আশাবাদী ছিল মোহনবাগান কলকাতা লিগে খেলবে এবং ডার্বি দেখা যাবে। কিন্তু অনির্বাণ দত্তের এই মন্তব্যের পর মোহনবাগানের খেলা নিয়ে সংশয় রয়ে গেল।