একাধিক ফুটবলারদের সই করাল ইস্টবেঙ্গল

জাতীয় মহিলা ফুটবল লিগের (Indian Women’s League) কথা মাথায় রেখে গত কয়েক মাসে একাধিক ফুটবলারদের সই করিয়েছে ইমামি ইস্টবেঙ্গল। যাদের উপস্থিতিতে আরো অনেকটাই শক্তিশালী হয়ে…

East Bengal Signs Multiple Talented Footballers for Indian Women's League Campaign

জাতীয় মহিলা ফুটবল লিগের (Indian Women’s League) কথা মাথায় রেখে গত কয়েক মাসে একাধিক ফুটবলারদের সই করিয়েছে ইমামি ইস্টবেঙ্গল। যাদের উপস্থিতিতে আরো অনেকটাই শক্তিশালী হয়ে উঠবে মহিলা দল। এবার তাঁদের সাথেই আটজন মহিলা ফুটবলারদের সই করালো ময়দানের এই প্রধান।

যাদের মধ্যে রয়েছেন সুলঞ্জনা রাউল, সার্জিদা খাতুন, সাথী দেবনাথ, সন্ধ্যা মাইতি, রিয়া সরকার, মামনি দাস, সুস্মিত বর্ধন ও তৃষা মল্লিক। অর্থাৎ আগত ইন্ডিয়ান উইমেন্স লিগে ও দলের অধিনায়ক হিসেবে দেখা যেতে চলেছে তৃষা মল্লিককে। গত মরসুমে খুব একটা ভালো পারফরম্যান্স না থাকলেও সেই হতাশা কাটিয়ে নতুন সিজনে সাফল্য পাওয়াই অন্যতম লক্ষ্য মশাল ব্রিগেডের।

   

সেই মর্মেই গত জুলাই মাসে অ্যান্টনি অ্যান্ড্রুজের হাতে তুলে দেওয়া হয় দলের দায়িত্ব। পূর্বে তাঁর তত্ত্বাবধানে দুইবার জাতীয় মহিলা লিগ চ্যাম্পিয়ন হয়েছিল গোকুলাম কেরালা এফসি। এছাড়া ও দলের খেলোয়াড়দের পারফরম্যান্সের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই কোচের। সব দিক খতিয়ে দেখেই তাঁকে নেওয়ার জন্য আসরে নেমেছিল ইস্টবেঙ্গল। শেষ পর্যন্ত রেকর্ড ট্রান্সফার ফি দিয়ে এই কোচকে সই করায় মশাল ব্রিগেড।