East Bengal: ভারতীয় ডিফেন্ডারকে বিদায় জানানোর পথে মশালবাহিনী

গত মরশুমে কলিঙ্গ সুপার কাপ ছাড়া আর কোনও ট্রফি ঘরে তুলতে পারেনি ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। ইন্ডিয়ান সুপার লিগের প্লে-অফে যাওয়ার সুবর্ণ সুযোগ থাকলেও তা…

Niranjan Mondal

গত মরশুমে কলিঙ্গ সুপার কাপ ছাড়া আর কোনও ট্রফি ঘরে তুলতে পারেনি ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। ইন্ডিয়ান সুপার লিগের প্লে-অফে যাওয়ার সুবর্ণ সুযোগ থাকলেও তা কাজে আসেনি। পাঞ্জাব এফসির কাছে পরাজিত হয়ে স্বপ্নভঙ্গ হয়েছিল কার্লোস কুয়াদ্রাতের ছেলেদের। পাশাপাশি দাপুটে পারফরম্যান্স করেও চূড়ান্ত সাফল্য পায়নি লাল-হলুদের ছোটরা। রিলায়েন্স কতৃক আয়োজিত ইয়ুথ ডেভেলপমেন্ট লিগ হোক কিংবা ড্রিম স্পোর্টস চ্যাম্পিয়নশিপ। ফাইনালে উঠে পরাজিত হতে হয়েছে মশাল ব্রিগেডকে। যা নিঃসন্দেহে হতাশ করেছিল সমর্থকদের।

   

আরও পড়ুন: Chennaiyin FC: চিমার সঙ্গে চেন্নাইয়িন আক্রমণভাগে জর্ডান গিল

তবে পুরনো সব হতাশা ভুলে এবার নতুন করে সমস্ত কিছু শুরু করার পরিকল্পনা রয়েছে এই প্রধানের। সেক্ষেত্রে জুনিয়র দলের কোচ বিনো জর্জের উপর বিশ্বাস রেখেছে ইমামি ম্যানেজমেন্ট। মূলত কলকাতা লিগের পাশাপাশি ডুরান্ড কাপ এবং ইয়ুথ ডেভেলপমেন্ট লিগের মতো সর্বভারতীয় স্তরের ফুটবল টুর্নামেন্টের কথা মাথায় রেখেই দলকে ঢেলে সাজাচ্ছে মশাল ব্রিগেড। সেক্ষেত্রে মনোতোষ চাকলাদারের মতো পরিচিত মুখের পাশাপাশি সুব্রত মুর্মুর মতো ফুটবলারদের চূড়ান্ত করে ফেলেছে ক্লাব। সব ঠিকঠাক এগোলে পরবর্তীতে তাদের পারফরম্যান্সের ভিত্তিতে সিনিয়র দলের প্রমোট করা হতে পারে তাদের।

আরও পড়ুন: সাউল থাকছেন, অবশেষে বড় সই সংবাদ দিল East Bengal

তবে শুধু খেলোয়াড় চূড়ান্ত করাই নয়। নতুন মরশুমের জন্য দলের একাধিক ফুটবলারদের বিদায় জানানোর পরিকল্পনা ও রয়েছে ম্যানেজমেন্টের। সেক্ষেত্রে এবার উঠে আসতে শুরু করেছে পঁচিশ বছর বয়সী ভারতীয় ডিফেন্ডার নিরঞ্জন মন্ডলের নাম। গত সিজনে লাল-হলুদ জার্সিতে খেলতে দেখা গিয়েছিল এই ফুটবলারকে। একটা সময় চোটের কবলেও পড়তে হয়েছিল তাকে। কিন্তু লেফট ব্যাক হিসেবে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছিলেন সর্বদা। এবার তাকেই বিদায় জানানোর পথে ক্লাব। ‌