আরও একবার জল্পনা উস্কে দিল ইস্টবেঙ্গল (East Bengal)। বড় কোনও সই সংবাদ ঘোষণা করতে পারে ক্লাব। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে বৃদ্ধি পেয়েছে জল্পনা। দ্রুত করা হতে পারে কোনো ঘোষণা।
সম্প্রতি সময়ে একের পর এক সই সংবাদ দিয়েছে ইস্টবেঙ্গল। গতবারের ইন্ডিয়ান সুপার লিগের সেরা গোলদাতাকে ক্লাব ইতিমধ্যে নিশ্চিত করেছে। সাউল ক্রেসপো, ক্যাপ্টেন ক্লেইটন সিলভার সঙ্গে বাড়িয়ে নেওয়া হয়েছে চুক্তির মেয়াদ। সিনিয়র দলে যুক্ত হতে চলেছেন আরও একাধিক ফুটবলার। সেখানে চমক থাকবে বলেই আশা করছেন ক্লাবের সমর্থকরা।
গতবারের আইএসএল-এর গোল্ডেন বুট জয়ী ফুটবলারকে নিয়ে চমক দিয়েছেন ইমামি-ইস্টবেঙ্গলের কর্তারা। ক্যাপ্টেন ক্লেইটন সিলভার সঙ্গেও চুক্তির মেয়াদ বাড়িয়ে নিয়েছে ক্লাব। সাউল ক্রেসপোও থাকছেন শিবিরে। সিনিয়র দলে উল্লেখযোগ্য নতুন সংযোজন বলতে দিমিত্রিয়স দিয়ামান্তিকস। এরপর নতুন কাকে নিশ্চিত করতে চলেছে ইস্টবেঙ্গল?
আপুইয়ার ব্যাপারে প্রচন্ডভাবে আশাবাদী ছিলেন ইস্টবেঙ্গল সমর্থকদের একাংশ। সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ এমনটাও দাবি করেছিলেন, আপুইয়ার ইস্টবেঙ্গলে আসা প্রায় নিশ্চিত। শেষ পর্যন্ত এমনটা হয়তো হচ্ছে না। আপুইয়ার ইস্টবেঙ্গল-যোগ দুর্বল হওয়ার পর স্বভাবতই কৌতূহল বেড়েছে ছাঙতে-কে কেন্দ্র করে। ভারতের উদীয়মান এই ফুটবলারকে দলে নেওয়ার জন্য চেষ্টা চালিয়েছে একাধিক ক্লাব। ইস্টবেঙ্গলের কথাও শোনা গিয়েছিল।
Good morning, #AmagoFans! 👀#StayTuned⏳ pic.twitter.com/S3b0YoaVSU
— East Bengal FC (@eastbengal_fc) June 22, 2024
জল্পনা রয়েছে আরও এক ফুটবলরকে কেন্দ্র করে। তিনি মার্ক জোথানপুইয়া (Mark Zothanpuia)। ২২ বছর বয়সী এই মিডফিল্ডার ভারতীয় ফুটবলের অন্যতম উঠতি ফুটবলার। ইতিমধ্যে ইন্ডিয়ান সুপার লিগে খেলেছেন বেশি কিছু ম্যাচ। গোল করানোর পিছনে রেখেছেন অবদান। নজর কেড়েছিলেন হায়দরাবাদ এফসির হয়ে খেলে। তিনি কি এবার ইস্টবেঙ্গলে? উঠছে প্রশ্ন।