চলতি মাসের শেষেই শুরু হয়ে যাবে কলকাতা ফুটবল লিগ। যেখানে প্রথম ম্যাচ খেলতে নামতে পারে মহামেডান স্পোর্টিং ফুটবল ক্লাব। এখনো পর্যন্ত কোনো কিছু চূড়ান্ত না হলেও উঠে আসছে এমন তথ্য। এই টুর্নামেন্টের কথা মাথায় রেখে অনেক আগে থেকেই কাজ শুরু করে দিয়েছিল ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) ম্যানেজমেন্ট।
যেখানে নিজেদের রাজ্যের ফুটবলারদের পাশাপাশি দক্ষিণ থেকে ও একাধিক ফুটবলারদের আনা হয় এই প্রধানে। কলকাতা ময়দানের পরিচিত মুখ তথা মনোতোষ চাকলাদার থেকে শুরু করে সুব্রত মুর্মুর মতো ফুটবলারদের আগেই নিশ্চিত করেছিল দল।
এবার সেই তালিকায় যুক্ত হয়েছে মুহাম্মদ জসীলের নাম। এর আগে মথূট ফুটবল অ্যাকাডেমির জার্সিতে খেলতে দেখা গিয়েছিল এই তরুণ ডিফেন্ডারকে। বিশেষ করে রিলায়েন্স কর্তৃক আয়োজিত ইয়ুথ ডেভেলপমেন্ট লিগে অনবদ্য পারফরম্যান্স ছিল এই ফুটবলারের। দলের হয়ে যথেষ্ট ভালো প্রদর্শন ছিল শেষ মরশুমে। তাই সমস্ত কিছু মাথায় রেখেই তার সঙ্গে কথাবার্তা শুরু করে ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। যা জানা গিয়েছে, আসন্ন কলকাতা লিগের কথা মাথায় রেখেই তাকে দলে নিচ্ছে মশাল ব্রিগেড। খুব শীঘ্রই সরকারিভাবে ঘোষণা করা হতে পারে এই ফুটবলারের নাম।
এখন সেদিকেই নজর সকলের। এছাড়াও আসন্ন কলকাতা লিগের পাশাপাশি ইয়ুথ ডেভেলপমেন্ট লিগের মতো টুর্নামেন্টের কথা মাথায় রেখে একাধিক ফুটবলারদের চূড়ান্ত করছে কলকাতা ময়দানের এই প্রধান। দলের প্রথম একাদশের পাশাপাশি রিজার্ভ বেঞ্চকেও শক্তিশালী করতে মরিয়া ইস্টবেঙ্গল।