Calcutta Football League: লিগে দ্বিতীয় জয়, খিদিরপুরকে পরাস্ত করল ইস্টবেঙ্গল

Calcutta Football League: এবার এল দ্বিতীয় জয়। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ নৈহাটির বঙ্কিমাঞ্চল স্টেডিয়ামে খিদিরপুর ফুটবল দলের বিপক্ষে প্রিমিয়ার ডিভিশনের তৃতীয় ম্যাচ খেলতে নেমেছিল ইমামি ইস্টবেঙ্গলের (East Bengal) জুনিয়র দল

Joy East Bengal

short-samachar

Calcutta Football League: এবার এল দ্বিতীয় জয়। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ নৈহাটির বঙ্কিমাঞ্চল স্টেডিয়ামে খিদিরপুর ফুটবল দলের বিপক্ষে প্রিমিয়ার ডিভিশনের তৃতীয় ম্যাচ খেলতে নেমেছিল ইমামি ইস্টবেঙ্গলের (East Bengal) জুনিয়র দল। নির্ধারিত সময়ের শেষে ম্যাচের ফলাফল গিয়ে দাঁড়ায় ২-০ গোল। লাল-হলুদের জার্সিতে দুইটি গোল করেন যথাক্রমে তুহিন দাস ও শ্যামল বেসরা।

   

গত কয়েকদিন আগেই লিগের দ্বিতীয় ম্যাচে ওয়েস্টবেঙ্গল পুলিশের মুখোমুখি হয়েছিল কলকাতার এই প্রধান। যেখানে ৪-২ গোলে ম্যাচ জিতে মরশুমের প্রথম জয় তুলে নিয়েছিল এই দল। তবে আজকের এই ম্যাচ জেতার দরুণ তিন ম্যাচে ৭ সাত পয়েন্ট নিজেদের ঝুলিতে পুরলো মশাল ব্রিগেড।

গত ম্যাচে দাপটের সাথে জয় পাওয়ার দরুন আজ শুরু থেকেই যথেষ্ট চনমনে থেকেছে ইস্টবেঙ্গল। তবে খিদিরপুর দলের জমাট বাঁধানো ডিফেন্স অনেকটা সময় আটকে রেখেছিল লাল-হলুদের আক্রমণভাগকে। যার ফলে, ম্যাচের শুরু থেকে একাধিকবার গোলের সুযোগ আসলেও তা কাজে লাগানো সম্ভব হয়নি তাদের পক্ষে। তবে ম্যাচের ঠিক ৩২ মিনিটের মাথায় প্রথম গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন বিনো জর্জের ভরসাযোগ্য ছাত্র তুহিন দাস। প্রথমার্ধের শেষে সেই একটি গোলের ব্যবধানেই এগিয়ে থাকে কলকাতার এই দল।

তবে দ্বিতীয়ার্ধের পর থেকে আক্রমণের ঝাঁঝ বাড়াতে থাকে খিদিরপুর দলের ফুটবলাররা। তবে ইস্টবেঙ্গলের ডিফেন্ডারদের দক্ষতার দরুণ কোনোরকম বিপদ ঘটানো সম্ভব হয়নি তাদের পক্ষে। পাল্টা আক্রমণে উঠে আসতে থাকে লাল-হলুদ দলের ফুটবলাররা। তবে ফিনিশ করতে পারছিলেন না খেলোয়াড়রা। তবে ম্যাচের একেবারে শেষমুহূর্তে ৯০ মিনিটে এসে দলের হয়ে দ্বিতীয় গোলটি করে যান শ্যামল বেসরা। যারফলে, সহজ জয় পায় ইস্টবেঙ্গল।