Transfer Window: কলকাতায় আসছেন উজবেকিস্তানের ফুটবলার, যোগ দেবে এই দলে

Transfer Window: বিগত কিছুদিন ধরেই ভিসা সমস্যায় জর্জরিত ভারতীয় ফুটবল ক্লাব গুলি। যারফলে, আগে আসার কথা থাকলেও ভারতে আসার দিনক্ষণ অনেকটাই পিছিয়ে গিয়েছে সমস্ত বিদেশী ফুটবলার, কোচ সহ বিভিন্ন দলের কোচিং স্টাফদের।

footballer Kasimov

Transfer Window: বিগত কিছুদিন ধরেই ভিসা সমস্যায় জর্জরিত ভারতীয় ফুটবল ক্লাব গুলি। যারফলে, আগে আসার কথা থাকলেও ভারতে আসার দিনক্ষণ অনেকটাই পিছিয়ে গিয়েছে সমস্ত বিদেশী ফুটবলার, কোচ সহ বিভিন্ন দলের কোচিং স্টাফদের। তবে বর্তমান সময়ে দাঁড়িয়ে আগের থেকেই অনেকটাই বদলে গিয়েছে পরিস্থিতি।

যারফলে, সময় এগোনোর সাথে সাথে ভারতে আসতে চলেছেন সমস্ত ফুটবলার সহ অন্যান্য স্টাফেরা। যতদূর জানা গিয়েছে, সব ঠিকঠাক থাকলে আগামী কয়েকদিনের মধ্যেই স্পেন থেকে ভারতে উড়ে আসবেন দুই প্রধানের দুই স্প্যানিশ কোচ কার্লোস কুয়াদ্রাত ও হুয়ান ফেরেন্দো। পাশাপাশি আসতে শুরু করবেন জেসন কামিন্স থেকে শুরু করে জাভিয়ের সিভেরিওর মতো ফুটবলাররা।

তবে মোহন-ইস্টের লড়াইয়ের থেকে খুব একটা পিছিয়ে নেই মহামেডান স্পোর্টিং ক্লাব। গত আইলিগ মরশুমে খুব একটা ভালো পারফরম্যান্স করা সম্ভব না হলেও এই নয়া মরশুমের ডুরান্ড কাপের পাশাপাশি আইলিগে ও যথেষ্ট ভালো পারফরম্যান্স করাই লক্ষ্য রেডরোডের এই ফুটবল ক্লাবের। সেইমতো দলের কোচ মেহরাজউদ্দিন ওয়াডুর নেতৃত্বে দেশীয় ফুটবলারদের পাশাপাশি বিদেশি বাছাইয়ের ক্ষেত্রে ও দেওয়া হয়েছে ব্যাপক গুরুত্ব।

গত কয়েকদিন আগেই দলের একাধিক ফুটবলারকে ছেড়েছে সাদা-কালো শিবির। তার বদলে দলে আনা হয়েছে আর্জেন্টাইন তারকা অ্যালেক্সিস গোমেজ থেকে শুরু করে ঘানার তারকা ফুটবলার প্রিন্স ওপোকুকের মতো ফুটবলারকে আনা হয়েছে এই দলে। এছাড়াও রয়েছেন রিয়াল কাশ্মীর দলের প্রাক্তন লামিনে মোরোর মতো প্রতিভাবান ও থাকবেন এই দলে।

এবার তাদেরকে সামনে রেখেই ট্রফি জয়ের স্বপ্ন দেখতে চাইছে কলকাতার এই আরেক প্রধান। তাই এবার একঝাঁক তারকা ফুটবলারকে দলে টেনেছে সাদা-কালো ব্রিগেড। তাদের মধ্যেই রয়েছেন উজবেকিস্তানের তারকা সেন্ট্রাল মিডফিল্ডার কাসিমভ। শোনা যাচ্ছে, আগামী কয়েকদিনের মধ্যেই কলকাতায় আসতে চলেছেন এই ফুটবলার। এখন তার অপেক্ষায় সকলে।