নতুন বছরেও এবার অনবদ্য ছন্দে লাল-হলুদ (East Bengal) ব্রিগেড। এবার তারা পরাজিত করল শক্তিশালী ওডিশা এফসিকে। পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী আজ বারাকপুরের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্টেডিয়ামে অনূর্ধ্ব ১৭ ইয়ুথ লীগের (U-17 Youth League) ম্যাচ খেলতে নেমেছিল কলকাতা ময়দানের এই প্রধান। সম্পূর্ণ সময়ের শেষে ৩-২ গোলের ব্যবধানে এই ম্যাচ জিতে নিল মশাল ব্রিগেড। লাল-হলুদ জার্সিতে আজ গোল পেলেন যথাক্রমে গুরনাজ, দেবজিত ও দীপু। অন্যদিকে, ওডিশা এফসির হয়ে ব্যবধান কমানো সম্ভব হলেও শেষ রক্ষা হয়নি। আজকের এই জয়ের দরুন অনেকটাই অক্সিজেন পেল ইমামি ইস্টবেঙ্গল ফুটবল দল।
আরও পড়ুন: Super Cup: নতুন বছরে ফের ডার্বি, কারা এবার কোন গ্রুপে?
গত ফুটবল মরশুমটা খুব একটা ভালো যায়নি কলকাতা ময়দানের এই প্রধান। ইয়ুথ ডেভেলপমেন্ট লিগের শুরুতে একের পর এক ফুটবল দলকে পরাজিত করেছিল এই ইস্টবেঙ্গল। বাদ যায়নি পড়শি ক্লাব মোহনবাগান সুপারজাইন্টস এবং মহামেডান স্পোর্টিং ক্লাব। যার দরুন ইস্ট জোনাল চ্যাম্পিয়ন হয়ে ওঠে লাল-হলুদ। তবে শেষ রক্ষা হয়নি। মুম্বাই ইয়ং চ্যাম্পসের বিপক্ষে পরাজিত হতেই স্বপ্ন শেষ হয়ে যায় তাদের। তবে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর ছিল মশাল ব্রিগেড। সেইমতো নতুন মরশুমে ও এবার যথেষ্ট সক্রিয় হয়ে উঠেছে ময়দানের এই প্রধান।
এবারের এই যুব লীগের শুরু থেকেই যেন আগুনের মতো তেজে মাঠ কাটিয়ে আসছে সকলে। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই মহামেডান বধ। তারপর আরেক প্রধান মোহনবাগান। যার দরুন আত্মবিশ্বাসের তুঙ্গে উঠে যায় ইস্টবেঙ্গল। আজ ও তারা পরাজিত করে শক্তিশালী ওডিশা এফসিকে। প্রথমদিকে, দুই পক্ষের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই থাকলেও পরবর্তীতে ম্যাচের ঠিক ৩১ মিনিটের মাথায় গুরনাজের করা গোলে এগিয়ে যায় দল। যার দরুন প্রথমার্ধের শেষে ১-০ গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা থাকলেও ৫২ মিনিটের মাথায় দেবজিত ও পরবর্তীতে দিপুর গোলে সমস্ত আশা শেষ হয়ে যায় তাদের।