গত ২৮ জানুয়ারি সুপার কাপ জয় করার পরেই লাল-হলুদ (East Bengal) শিবির থেকে বিদায় নিতে হয়েছিল স্প্যানিশ তারকা বোরহা হেরেরাকে। যা খুব একটা ভালোভাবে নেয়নি দলের সমর্থকরা। আসলে এবারের এই কলিঙ্গ জয়ের অন্যতম কান্ডারী ছিলেন বোরহা। তার দাপটে মোহনবাগান থেকে শুরু করে ওডিশার মতো একাধিক হেভিওয়েট দল আটকে গিয়েছিল ইস্টবেঙ্গলের সামনে।
কিন্তু পরবর্তীতে আর তাকে রাখলেন না কার্লোস কুয়াদ্রাতের দল। তার বিদায়ের পরেই চ্যাম্পিয়ন দলের সঙ্গে যুক্ত করা হয় আরেক স্প্যানিশ হাইপ্রোফাইলকে। তিনি ভিক্টর ভাসকুয়েজ। এবারে এই আইএসএলের বাকি মরশুমটা স্প্যানিশ মিডফিল্ডারের দিকেই নজর থাকবে ম্যানেজমেন্টের।
একটা সময় বার্সেলোনা খেলেছিলেন তিনি। পরবর্তীতে টরেন্ট এক্সির মত আরও একাধিক নামিদামি ফুটবল ক্লাবের জার্সিতে দেখা যায় তাকে। সেই অভিজ্ঞতা নিয়েই এবার আসতে চলেছেন শহরে। তবে শুধু বোরহা নয়। দল থেকে বাদ দেওয়া হয় স্প্যানিশ ফরোয়ার্ড জাভিয়ের সিভেরিও টোরোকে। বাকি মরশুমের জন্য লোনের মাধ্যমে জামশেদপুর এফসিতে যোগ দিয়েছেন তিনি। যার ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছিল যে ফরোয়ার্ড হিসেবে এবার কাকে চূড়ান্ত করবে ইস্টবেঙ্গল। অবশেষে সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে নিজেদের নয়া ফরোয়ার্ডের নাম ঘোষণা করে দিল ময়দানের প্রধান। তিনি ফেলিসিও ব্রাউন ফোবর্স।
আইএসএলের এই বাকি মরশুমের জন্য এই কোস্টারিকান ফরোয়ার্ডের উপরেই ভরসা রাখল লাল-হলুদ ব্রিগেড। যারফলে, এবার থেকে ব্রাজিলিয়ান তারকা ক্লেটন সিলভার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে দেখা যাবে ৩২ বছরের এই দাপুটে ফুটবলারকে। এফএসভি ফ্র্যাঙ্কফুট থেকে শুরু করে রাকো ও হানজি সহ হাইনিউর মতো একাধিক দলের হয়ে খেলেছেন তিনি। সেখান থেকেই এবার ইস্টবেঙ্গল। এবার কলকাতার এই প্রধানের আদৌ কতটা সফল থাকেন এই তারকা এখন সেটাই দেখার।