নিজেদের তিন বিদেশী ফুটবলারদের বিদায় জানাল ইস্টবেঙ্গল, কে আসছেন?

এই আইএসএলের মাঝামাঝি সময় থেকেই নতুন সিজনের প্রস্তুতি শুরু করে দিয়েছিল ইস্টবেঙ্গল (East Bengal)। দেশীয় ফুটবলারদের পাশাপাশি বিদেশি ফুটবলারদের দিকেও সমানভাবে নজর ছিল ম্যানেজমেন্টের। ফরাসি…

East Bengal Eyes Glory with Multiple Trophy Wins

এই আইএসএলের মাঝামাঝি সময় থেকেই নতুন সিজনের প্রস্তুতি শুরু করে দিয়েছিল ইস্টবেঙ্গল (East Bengal)। দেশীয় ফুটবলারদের পাশাপাশি বিদেশি ফুটবলারদের দিকেও সমানভাবে নজর ছিল ম্যানেজমেন্টের। ফরাসি ফুটবলার মাদিহ তালাল থেকে শুরু করে পরবর্তীতে গ্ৰীক ফুটবলার দিমিত্রিওস ডায়মান্টাকোসকে ও চূড়ান্ত করে ফেলে কলকাতা ময়দানের এই প্রধান।

যা নিয়ে ব্যাপক খুশির আবহ তৈরি হয় সমর্থকদের মধ্যে। নতুন মরশুমে দল যে আরো অনেকটাই শক্তিশালী হবে সেই নিয়ে ও আশ্বাস দিতে শোনা যায় লাল-হলুদ কর্তাদের।  এছাড়াও একাধিক দেশীয় ফুটবলারদের কেও চূড়ান্ত করে ফেলেছে ইস্টবেঙ্গল।

   

সব ঠিকঠাক এগোলে খুব শীঘ্রই নিজেদের নতুন ফুটবলারদের নাম ঘোষণা করতে শুরু করবে ম্যানেজমেন্ট। তবে শুধু নতুন ফুটবলার আনাই নয়, এবারের মরশুমের পারফরম্যান্সের ভিত্তিতে নিজেদের দলের বেশ কিছু ফুটবলারদের সঙ্গেও চুক্তি বাড়িয়ে নিয়েছে এবারের কলিঙ্গ সুপার কাপ জয়ীরা। যাদের মধ্যে রয়েছেন অধিনায়ক ক্লেটন সিলভা থেকে শুরু করে সাউল ক্রেসপো এবং হিজাজী মাহেরের মতো ফুটবলার। তবে ভেক্টর ভাসকুয়েজ থেকে শুরু করে ফেলেসিও ব্রাউনের মতো ফুটবলারদের বিদায় জানানোর কথা অনেক আগেই স্পষ্ট হয়ে গেলেও সরকারি ঘোষণার অপেক্ষায় ছিল সকলে।

East Bengal Says Goodbye to Three Foreign Footballers

অবশেষে আজ ঘন্টাকয়েক আগে নিজেদের সোশ্যাল সাইট থেকে একঝাঁক বিদেশি ফুটবলারদের বিদায় জানানোর কথা ঘোষণা করে ইমামি ম্যানেজমেন্ট। যাদের মধ্যে রয়েছেন স্প্যানিশ ফুটবলার ভেক্টর ভাজকুয়েজ থেকে শুরু করে ফেলেসিও ব্রাউন এবং আলেকজান্ডার প্যান্টিচ। বলাবাহুল্য, আইএসএলের দ্বিতীয় লেগে এই তিন ফুটবলারকে দলে এনেছিলেন কুয়াদ্রাত। প্যান্টিচ নজর কাড়তে কিছুটা সক্ষম হলেও সমর্থকদের যথেষ্ট হতাশ করেছেন ভাসকুয়েজ এবং ব্রাউন। সেজন্য, এবার তাদের বিদায় নিশ্চিত করল ক্লাব। কিন্তু কে আসবেন এবার? বিশেষ সূত্র মারফত খবর, নতুন সিজনের জন্য আরও এক বিদেশীর দিকে নজর রয়েছে ম্যানেজমেন্টের। যদিও এখনো চূড়ান্ত হয়নি কোন কিছু।