শুরু হয়ে গিয়েছে আইএসএলের দ্বিতীয় লেগ। গত শনিবার পড়শি ক্লাব মোহনবাগান সুপারজায়ান্টস দলের বিপক্ষে খেলে নিজেদের অভিযান শুরু করেছে ইস্টবেঙ্গল (East Bengal)। আগামী ১০ই ফেব্রুয়ারী তাদের দ্বিতীয় ম্যাচ। যেটি খেলতে হবে পেদ্রো বেনলিকের নর্থইস্ট ইউনাইটেডের বিপক্ষে। এখন সেদিকেই তাকিয়ে সকলে।
আসলে এই ম্যাচ জিতলেই পয়েন্ট টেবিলের বেশকিছুটা উপরে চলে আসবে ময়দানের এই প্রধান। তাই এই ম্যাচ জিততে মরিয়া কার্লোস কুয়াদ্রাতের ছেলেরা। তবে এক্ষেত্রে ও যথেষ্ট সমস্যা রয়েছে তাদের। সুপার কাপ ফাইনালে লাল কার্ড দেখার দরুন তার এই ম্যাচে ও পাবে না দলের অন্যতম ভরসাযোগ্য ফুটবলার সৌভিক চক্রবর্তীকে।
যারফলে, মাঝমাঠে যে বেশকিছুটা সমস্যা তৈরি হবে ক্লেটনদের তা কিন্তু বলাই চলে। তবু নিজেদের সেরাটা দিতে মরিয়া ইস্টবেঙ্গল। গত ডার্বি ম্যাচে নাওরেম মহেশ সিং চোট পেলেও বর্তমানে পুরোপুরি সুস্থ তিনি। সেকারনে এই ম্যাচে খেলতে দেখা যাবে দলের এই দাপুটে উইঙ্গারকে। অন্যদিকে, শহরে এসে গিয়েছেন দলের নয়া স্প্যানিশ মিডফিল্ডার ভিক্টর ভাসকুয়েজ। আজ থেকেই কোচের নির্দেশ মতো তিনি নেমে পড়েছেন অনুশীলনে। আগামীকাল থেকে সিনিয়র দলের সঙ্গে দেখা যাবে তাকে। এসবের মাঝেই আবারও এক দেশীয় ফুটবলারকে আইএসএলের জন্য রেজিস্টার করিয়েছে ইস্টবেঙ্গল ক্লাব। তিনি টিংকু কাঙ্গুজাম।
উল্লেখ্য, এবারের আইএসএলের পাশাপাশি কলিঙ্গ সুপার কাপে ও সিনিয়র দলের হয়ে খেলতে দেখা গিয়েছে পিভি বিষ্ণু থেকে শুরু করে সায়ন ব্যানার্জীর মতো উদিয়মান প্রতিভাদের। তাদের সক্রিয়তা যথেষ্ট নজর ও কেড়েছে সকলের। এসবের মাঝেই এবার সিনিয়র দলে সুযোগ পেলেন টিংকু। খুব শীঘ্রই তাকে হয়ত লাল-হলুদ জার্সিতে দেখা যাবে আইএসএলের ম্যাচে।