কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে খেলতে নামার আগে জোড়া সুখবর পেল East Bengal

শুক্রবার শক্তিশালী কেরালা এফসির বিরুদ্ধে ঘরের মাঠে আইএসএলের ম‍্যাচে খেলতে নামছে ইস্টবেঙ্গল (East Bengal)। কেরালা ব্রিগেডের বিরুদ্ধে কি করবে লাল হলুদ সেটা সময় বলবে‌।

east-Bengal

শুক্রবার শক্তিশালী কেরালা এফসির বিরুদ্ধে ঘরের মাঠে আইএসএলের ম‍্যাচে খেলতে নামছে ইস্টবেঙ্গল (East Bengal)। কেরালা ব্রিগেডের বিরুদ্ধে কি করবে লাল হলুদ সেটা সময় বলবে‌।তবে এই ম‍্যাচের আগে দারুণ সুখবর পেলো ইস্টবেঙ্গল শিবির।এই ম‍্যাচে খেলতে পারবেন না কেরালা ব্লাস্টার্সের দুই গুরুত্বপূর্ণ ফুটবলার।কেরালার এই দুই ফুটবলার বাদ পড়ায়, ইস্টবেঙ্গল যদি আক্রমণ ভাগে জোর দিয়ে গোল করে ফেলতে পারে, তাহলে জয় তুলে নিতে পারে লাল হলুদ ব্রিগেড।

কেরালা ব্লাস্টার্সের রক্ষণ ভাগ কতোটা শক্তিশালী সেটা বলার অপেক্ষা রাখেনা।গোটা দলটাকেই একটা কমপ্লিট টিম বলা চলে।তবে শুক্রবারের ম‍্যাচে সমস্যায় পড়তে হতে পারে কেরালার রক্ষণ ভাগকে।আজকের ম‍্যাচে খেলতে পারবেন না লেসকোভিচ।চোটের জন্যে এই ম‍্যাচে খেলতে পারবেন না, আসেননি কলকাতায় ম‍্যাচ খেলতে।চলতি মরশুমে ১২ টা ম‍্যাচ খেলে ফেলেছে লেসকোভিচ, দারুণ পারফরম্যান্স দিয়েছেন, একটি গোল ‘ ও করে ফেলেছেন।লেসকোভিচের বদলে ভিক্টর মোঙ্গিল কে খেলাতে পারে কেরালা ব্লাস্টার্সের টিম ম‍্যানেজমেন্ট।তবে মোঙ্গিল প্রত‍্যাশা মাফিক খেলতে পারছেন না, তাই ইস্টবেঙ্গলের আক্রমণ ভাগ যদি কেরালার রক্ষণ ভাগের উপর চাপ তৈরি করে, তাহলে কিন্তু কাঙ্খিত গোলটা করে ফেলতে পারে।

কেরালা দলের আরেক ফুটবলার প্রভসুখন গিল এই ম‍্যাচ মিস করতে চলেছেন।চোটের কারণে তিনি এই ম‍্যাচে খেলবেন না।তার বদলে খেলবেন করণজিৎ।দলের প্রথম পছন্দের গোলকিপার না খেলতে পারলে সেটা খুবই সমস্যার একটা কারণ।আর বিপক্ষে থাকা ইস্টবেঙ্গল দল কিন্তু ঘরের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলবে।তাই মাত্র তিরিশ মিনিট খেলার অভিজ্ঞতা থাকার অধিকারী কেরালার গোলকিপার করণজিৎ এর কিন্তু এই ম‍্যাচে ভীষণ চ‍্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে।
কেরালা ব্লাস্টার্সের এই জোড়া দূর্বলতার সুযোগ ইস্টবেঙ্গল নিতে পারে কিনা, এখন সেটাই দেখার বিষয়।