East Bengal: ট্রায়াল ও অনুশীলন সম্পর্কে বড়সড় আপডেট দিল মশালবাহিনী

চলতি মাসের শেষের দিক থেকেই শুরু হয়ে যাবে এবারের কলকাতা ফুটবল লিগ (CFL)। তাই আগে ভাগেই অনুশীলন শুরু করে দিয়েছে ময়দানের অধিকাংশ ক্লাব। এমনকি গত…

East Bengal

চলতি মাসের শেষের দিক থেকেই শুরু হয়ে যাবে এবারের কলকাতা ফুটবল লিগ (CFL)। তাই আগে ভাগেই অনুশীলন শুরু করে দিয়েছে ময়দানের অধিকাংশ ক্লাব। এমনকি গত সোমবার থেকে নিজেদের প্রস্তুতি শুরু করেছে ময়দানের দুই প্রধান মোহনবাগান (Mohun Bagan) ও মহামেডান। এক্ষেত্রে নিজেদের সিনিয়র দল নিয়ে মহামেডান অনুশীলন করলেও আগত প্রিমিয়ার লিগে নিজেদের যুব দলকেই খেলানোর পরিকল্পনা নিয়েছে মোহনবাগান। সেইমতো ফেরেন্দোর সহকারী বাস্তব রায়ের নেতৃত্বে অনুশীলন চালাচ্ছে সবুজ-মেরুন। কিন্তু কবে থেকে প্রস্তুতি শুরু করবে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)?

Read More: East Bengal Appeals: ক্লাবের আর্থিক সঙ্কট কাটাতে সমর্থকদের উদ্দেশ্যে আবেদন কর্তাদের

গতকাল, বৃহস্পতিবার রাতেই কলকাতায় পা রেখেছেন কুয়াদ্রাতের সহকারী তথা জুনিয়র দলের কোচ বিনো জর্জ। তার নেতৃত্বে এবারের প্রিমিয়ার ডিভিশন লিগে যুব দল নামাবে ইস্টবেঙ্গল। তবে এখন থেকেই শুরু হচ্ছে না তাদের দলের প্রাকটিস। আসলে গত কয়েকদিন আগেই সিনিয়র-জুনিয়র মিলিয়ে মোট ১১ জন ফুটবলার কে ছেড়েছে ইস্টবেঙ্গল। যারফলে, টুর্নামেন্টে নামতে গেলে আরও বেশকিছু নতুন খেলোয়াড় সই করাতে হবে লাল-হলুদকে। সেইমর্মে আগামী শুক্রবার থেকে সল্টলেকের যুবভারতীর অনুশীলনের মাঠে শুরু হচ্ছে দলের ট্রায়াল।

এখান থেকেই ফুটবলার বেছে নেবে ইস্টবেঙ্গল। বিশেষ করে দলের যুব ফুটবলারদের বাছাই করার ক্ষেত্রেই নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত। যতদূর খবর, আপাতত টানা একটা সপ্তাহ চলবে এই ট্রায়াল প্রক্রিয়া। সেখান থেকেই বেশকিছু ফুটবলারদের বাছাই করে নেবে লাল-হলুদ ব্রিগেড। তারপর অনুশীলনে ডাকা হবে চুক্তিতে থাকা বাকি ফুটবলারদের। তারপর শুরু হবে দলের প্রস্তুতি।