East Bengal : কোচ পিকে ব্যানার্জীর হাতে পড়লে কেমন খেলতো বাছাই করা এই একাদশ

ইস্টবেঙ্গলের (East Bengal) সর্বকালের সেরা একাদশ বাছতে বসলে কেমন হবে? একশো বছরের ইতিহাসে কতো খেলোয়াড়, কতো তারকা, স্মৃতি। নিশ্চিত রূপে সেরা একাদশ গড়া হয়তো সম্ভব…

ইস্টবেঙ্গলের (East Bengal) সর্বকালের সেরা একাদশ বাছতে বসলে কেমন হবে? একশো বছরের ইতিহাসে কতো খেলোয়াড়, কতো তারকা, স্মৃতি। নিশ্চিত রূপে সেরা একাদশ গড়া হয়তো সম্ভব নয়। সেক্ষেত্রে বলতে হয় সম্ভাব্য সেরা একাদশ। যার কোচ পি কে ব্যানার্জী।

Advertisements

আরও পড়ুন: East Bengal : উত্তরবঙ্গ থেকে উঠতি ফুটবলার বাছাই করবেন দুই প্রাক্তন ফুটবলার

   

গোলকিপার – পিটার থঙ্গরাজ।

রক্ষণভাগে – সুধীর কর্মকার ( রাইট ব্যাক ), অরুণ ঘোষ ( সেন্ট্রাল ব্যাক ), মনোরঞ্জন ভট্টাচার্য ( সেন্ট্রাল ব্যাক ), সৈয়দ নৈমুদ্দিন ( লেফট ব্যাক )।

আরও পড়ুন: East Bengal Club : সৌরভের আশ্বাস! ইস্টবেঙ্গলে আশার আলো

মাঝমাঠে – আহমেদ খান ( সেন্ট্রাল মিডফিল্ডার ), মজিদ বিশকার ( রাইট সেন্ট্রাল মিডিও), সুদীপ চ্যাটার্জী ( লেফট সেন্ট্রাল মিডিও) ।

আক্রমণে – রন্টি মার্টিন্স ( ডান প্রান্ত ), ভাইচুং ভুটিয়া ( সেন্ট্রাল ফরোয়ার্ড ), তুলসীদাস বলরাম ( বাম প্রান্ত )।

টিম ফরমেশন : ৪-২-৪

এছাড়াও যে প্রথম একাদশের জন্য যাঁরা রয়েছেন:-

সুলে মুশা, ডগলাস ডি সিলভা, পরিমল দে, চিমা ওকেরি, প্রশান্ত সিনহা, কৃশানু দে, জামশেদ নসিরি, সুনীল ছেত্রি, ভাস্কর গাঙ্গুলি।