দেখতে দেখতে খাতায় কলমে শক্তিশালী হয়ে উঠেছে ইমামি ইস্টবেঙ্গলের (East Bengal) স্কোয়াড। বিশেষত দলের আক্রমণভাগ। সম্প্রতি আরও এক ঝাঁক ফুটবলারকে দলে নিশ্চিত করেছে ইমামি ইস্টবেঙ্গল। দক্ষিণ ভারতীয় ফুটবলাররা আসছেন লাল হলুদ ক্লাবে। রক্ষণের পাশাপাশি রয়েছেন গোল করার একাধিক ব্যক্তি।
এক নজরে দেখে নেওয়া যাক ইমামি ইস্টবেঙ্গলের সম্ভাব্য অ্যাটাকিং থার্ড:
ক্লেইটন সিলভা, এলিয়ান্দ্র, সুমিত পাসি, হিমাংশু জাংরা, ভিপি সুহের, নাওরেম মহেশ সিং, সেম্বিও হাওকিপ, জেসিন টিকে, বিষ্ণু টিএম, লিজো কুরুশাপ্পান।
বিগত কয়েক মরসুমে গোল করার লোকের অভাবে ভুগেছিল লাল হলুদ শিবির। খারাপ ফলের অন্যতম কারণ গোল খরা। ভালো মানের ফুটবলার দলে থাকলেও তাঁরা সেইভাবে গোল করতে পারেননি। এবার একাধিক বিকল্প হাতে পাবেন লাল হলুদ কোচ।