East Bengal : ঘরের মাঠে লাল-হলুদ আর অনুশীলন না-ও করতে পারে

ঘরের মাঠে অনুশীলন শুরু করেছে ইস্টবেঙ্গল (East Bengal)। আগামী দিনেও ক্লাবের মাঠেই প্র্যাক্টিস চলবে কি না, সে ব্যাপারে প্রশ্ন রয়েছে। কলকাতার অন্য কোনো মাঠে যেতে…

East Bengal practice ground may shift

ঘরের মাঠে অনুশীলন শুরু করেছে ইস্টবেঙ্গল (East Bengal)। আগামী দিনেও ক্লাবের মাঠেই প্র্যাক্টিস চলবে কি না, সে ব্যাপারে প্রশ্ন রয়েছে। কলকাতার অন্য কোনো মাঠে যেতে পারে লাল হলুদ ব্রিগেড।

আরও পড়ুন: Emami East Bengal: জল্পনা সত্যি করে একাধিক দল গড়ছে ইস্টবেঙ্গল

দিন দুই হল অনুশীলন করেছে ইস্টবেঙ্গল। দু’বেলা করে হচ্ছে অনুশীলন। প্রথম দিন কলকাতায় এসেই মাঠে নেমে পড়েছিলেন কোচ স্টিফেন কনস্ট্যান্টইন। মাঠ দেখেছিলেন, সেই সঙ্গে কথা বলেছিলেন লাল হলুদ কর্তাদের সঙ্গে। প্রিয় দলের খেলা দেখতে গ্যালারিতে উপস্থিত থাকছেন লাল হলুদ সমর্থকরা।

East Bengal practice ground may shift
Photo courtesy of 𝗧𝗢𝗥𝗖𝗛 𝗕𝗘𝗔𝗥𝗘𝗥𝗦

আরও পড়ুন: Coochbehar: গোপনে সরকারি নথি পাচারের অভিযোগ, প্রাক্তন মন্ত্রী পরেশ ফের বিতর্কে

শোনা যাচ্ছে অন্য মাঠে সরে যেতে পারে ইস্টবেঙ্গলের অনুশীলন। দ্বিতীয় পছন্দ হিসেবে উঠে আসছে সাই এর মাঠ ও কিশোর ভারতী স্টেডিয়ামের নাম। আরও উন্নত সুযোগ সুবিধার মাঝে করানো হতে পারে খেলোয়াড়দের অনুশীলন।

আরও পড়ুন: SSC Scam: পড়ে রইল বাগানবাড়িগুলো, জেল-কুঠুরিতে রাত কাটানো শুরু পার্থ-অর্পিতার

এদিকে ইমামি ও ইস্টবেঙ্গলের যৌথ বোর্ডে লাল হলুদের পক্ষ থেকে থাকছেন তিনজন। দেবব্রত সরকার, রূপক সাহা ও সদানন্দ মুখোপাধ্যায়। এছাড়াও বিশেষ সদস্য হিসেবে থাকতে পারেন শান্তিরঞ্জন দাশগুপ্ত। সংস্থার পক্ষ থেকে থাকবেন সাতজন। মোট দশজনের বোর্ড।