East Bengal: অমীমাংসিত ফলাফল দিয়েই ডেভেলপমেন্ট লিগ শুরু লাল-হলুদের

গত সিজনে রিলায়েন্স কতৃক আয়োজিত ইয়ুথ ডেভেলপমেন্ট লিগে যথেষ্ট নজরকাড়া পারফরম্যান্স ছিল ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল দলের। শুরুতে বেগ পেতে কিছুটা সময় লাগলেও পরবর্তীতে…

East Bengal Opens Development League Campaign with a Draw

গত সিজনে রিলায়েন্স কতৃক আয়োজিত ইয়ুথ ডেভেলপমেন্ট লিগে যথেষ্ট নজরকাড়া পারফরম্যান্স ছিল ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল দলের। শুরুতে বেগ পেতে কিছুটা সময় লাগলেও পরবর্তীতে একের পর এক দলকে পরাজিত করে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে আসে তুহিনরা।

এমনকি পড়শি ক্লাব মোহনবাগান সুপারজায়ান্টস দলের সঙ্গে প্রথমে ড্র করলেও পরবর্তীতে উঠে আসে জয়। সেই সুবাদেই ইস্টজোনাল রাউন্ড চ্যাম্পিয়ন হয়েই পরের পর্বে সুযোগ করে নিয়েছিল ইস্টবেঙ্গল। যদিও কোয়ার্টার ফাইনালে রিলায়েন্স ইয়ং চ্যাম্পসের কাছে পরাজিত হয়ে ছিটকে যেতে হয়েছিল তাদের। কিন্তু ভুলভ্রান্তি শুধরে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য ছিল লাল-হলুদের।

সেই ভাবনা থেকেই আজ দুপুরে অ্যাডামস ইউনাইটেডের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলতে নেমেছিল আমন-সায়নরা। যদি নির্ধারিত সময়ের শেষে অমীমাংসিত থাকে খেলার ফলাফল। যারফলে, পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয় দুই দলকে। বলাবাহুল্য, ম্যাচের একাধিক ক্ষেত্রে গোলের সহজ সুযোগ তৈরি করেও তা গোলে কনভার্ট করা সম্ভব হয়নি কারুর পক্ষে। পাশাপাশি মাঝমাঠে বল সাপ্লাইয়ের ক্ষেত্রে ও গতির কিছুটা অভাব দেখা দিয়েছিল ফুটবলারদের মধ্যে‌। তবে অভিষেকের বেশকিছু আক্রমনাত্মক শট যথেষ্ট নজর কাড়তে সক্ষম থেকেছে সকলের।

আগামী ৪ঠা মার্চ নিজেদের ঘরের মাঠেই ওডিশা এফসির বিপক্ষে খেলতে হবে ইমামি ইস্টবেঙ্গলের রিজার্ভ দলকে। এই ম্যাচ থেকে তিন পয়েন্ট সংগ্ৰহ করাই এখন একমাত্র লক্ষ্য সকলের।