কলকাতার গরম থেকে দূরে, ঘুরে আসুন জংগু

বেড়াতে যেতে কে না ভালোবাসেন, ফুরসৎ পেলেই ভ্রমণপ্রেমীরা বেড়িয়ে পড়েন প্রকৃতির টানে। কেউ ভালবাসেন পাহাড় আবার কারও ভাল লাগে জঙ্গল। এখন অবশ্য অনেকে নির্জন ডেস্টিনেশন…

Jangu in Sikkim

বেড়াতে যেতে কে না ভালোবাসেন, ফুরসৎ পেলেই ভ্রমণপ্রেমীরা বেড়িয়ে পড়েন প্রকৃতির টানে। কেউ ভালবাসেন পাহাড় আবার কারও ভাল লাগে জঙ্গল। এখন অবশ্য অনেকে নির্জন ডেস্টিনেশন পছন্দ করেন। যে জায়গা শহুরে কোলাহলমুক্ত। এমনই এক ডেস্টিনেশনের নাম জংগু।

কলকাতায় গরম পড়তে শুরু করেছে। রোজকার একঘেয়ে জীবন ও ক্লান্তি দূর করতে হাওয়া বদল জরুরি। মনের পরিবর্তন আনতে বেরিয়ে পড়ুন। বসন্তের প্রকৃতি আপানকে ডাকছে। শিয়ালদহ থেকে রাতের কাঞ্চনকন্যা এক্সপ্রেসে উঠে পরদিন এনজেপি নামুন। সেখানেই পাওয়া যায় ভাড়ার গাড়ি। কিছুদূর এগোলেই মনে আসবে শান্তি। পাহাড়ি পরিবেশ মুগ্ধ করে দেবে মন।

নিউ জলপাইগুড়ি থেকে সময় লাগে ৭ ঘণ্টা। গ্যাংটক হয়ে যাওয়া যায় সিকিমের জংগুতে। এই পাহাড়ি গ্রামে লেপচাদের বসবাস। রয়েছে লাথুং চু নদী। স্থানীয় মানুষেরা এই গ্রামকে স্বর্গ বলেই মনে করে। পাহাড়ি বরফমাখা পরিবেশে গেলে মনটাই হয়ে উঠবে অন্যরকম। রিফ্রেশ হবে মাইন্ড। এখানে এখন গড়ে উঠেছে বেশ কিছু হোম স্টে। চাহিদা মতো থাকা ও খাওয়ার জায়গার অভাব হবে না।

তাহলে আর দেরি কেন, আজই ট্যুর প্ল্যান করে ফেলুন। সবচেয়ে আগে যেটা জরুরি তা হল ট্রেনের টিকিট কেটে ফেলা। রিজার্ভেশন কনফার্ম হলেই ট্যুর প্ল্যান ধীরে ধীরে এগোতে থাকে। তবে মনে রাখবেন বর্ষার আগেই জংগুতে ঘুরে আসা ভালো। এখানে মেরাতে যাওয়ার সেরা সময় মার্চ থেকে মে।