East Bengal: হাবাসকে ইস্টবেঙ্গল কোচ হিসেবে নিয়োগের সম্ভাবনা প্রবল

ইস্টবেঙ্গলের (East Bengal) দল গঠন সংক্রান্ত কিছু খবর ইতিপূর্বে প্রকাশ পেয়েছে সংবাদ মাধ্যমে। কিন্তু কোচের পদে কাকে নিয়োগ করা হতে পারে সে বিষয়ে রয়েছে প্রশ্ন।…

short-samachar

ইস্টবেঙ্গলের (East Bengal) দল গঠন সংক্রান্ত কিছু খবর ইতিপূর্বে প্রকাশ পেয়েছে সংবাদ মাধ্যমে। কিন্তু কোচের পদে কাকে নিয়োগ করা হতে পারে সে বিষয়ে রয়েছে প্রশ্ন। শোনা যাচ্ছে লাল হলুদের কোচ হওয়ার দৌড়ে রয়েছেন অ্যান্টোনিও লোপেজ হাবাস (Antonio Lopez Habas)। 

   

সূত্রের খবর, সামনের মরশুমের জন্য অ্যান্টোনিও লোপেজ হাবাসের সঙ্গে কথা হয়েছে ইস্টবেঙ্গল কর্তাদের। কোচ হওয়ার দৌড়ে আপাতত তিনিই এগিয়ে রয়েছেন বলে মনে করা হচ্ছে। এছাড়াও শোনা যাচ্ছে জেরার্ড নাসের নাম। 

মনে করা হচ্ছে প্রাথমিকভাবে ভারতীয় কোনো কোচের কাঁধে দায়িত্ব তুলে দিতে পারে ইস্টবেঙ্গল ক্লাব। কারণ সামনের মরশুমে ইন্ডিয়ান সুপার লিগ ছাড়াও একাধিক প্রতিযোগিতায় দল নামাতে পারেন কর্তারা। সেখানে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব দেওয়া হতে পারে দেশীয় কোনো কোচকে।

East Bengal
লাল হলুদ কোচের পদে আর হয়তো দেখা যাবে না মারিও রিভেরাকে।

অনুমান, মরশুমের অগ্রগতির পর নিয়ে আসা হতে পারেন বিদেশি কোচ। তখন সেই ভারতীয় কোচকে করা হতে পারে সহকারী। বিদেশি কোচ বাছাই বা সরকারি সই ইনভেস্টর চূড়ান্ত হওয়ার পরেই করা হতে পারে।