ইস্টবেঙ্গল (East Bengal) কর্তারা দল গঠনের কাজে নেমে পড়েছেন। কিন্তু স্পোর্টিং রাইট রয়েছে শ্রী সিমেন্টের (Shree Cement) কাছে। এপ্রিলেই সম্পর্ক ছিন্ন হওয়ার সম্ভাবনা প্রবল, এমনটা অনেকেই মনে করছেন। সেই সঙ্গে স্পোর্টিং রাইটও ফিরিয়ে দেওয়ার কথা। কিন্তু তা যদি না হয়?
এখন বেশিরভাগটাই দাঁড়িয়ে রয়েছে সম্ভাবনার ওপর। শ্রী সিমেন্ট স্পোর্টিং রাইট ফিরিয়ে দেবে এই সম্ভাবনাই প্রবল, আশা করছেন কলকাতা ময়দানের বিশেষজ্ঞরা। যদি ফিরিয়ে না দেয় তাহলে কি ক্লাব কর্তারা দল নামাতে পারবেন না? প্রশ্ন থাকছে। থাকছে একটা উপায়।
রাজের টুর্নামেন্টে খেলা একাধিক ফুটবলারকে ইতিমধ্যে টার্গেট করেছেন ক্লাবের কর্তারা। কিছু ফুটবলারের নাম শোনা গিয়েছে ইতিমধ্যে। কর্তারা যদি মৌখিক সম্মতি আদায় করেও থাকেন, তাহলেও স্পোর্টিং রাইটের কারণে সইসাবুদ মান্যতা পাবে না মনে করছেন বিশষজ্ঞদের একাংশ। কারণটা সেই স্পোর্টিং রাইট।
আইনি জটিলতা বাঁচিয়ে একটা ঘুর পথের কথা শোনা যাচ্ছে। দলের অন্য কোনো নাম দিয়ে টিম মাঠে নামানো যেতে পরে। অর্থাৎ নতুন নামের একটা দল, যেটা ফেডারেশনের খাতায় নেই। সরাসরি ইস্টবেঙ্গল ব্র্যান্ড নেম ব্যবহার না করে অন্য কোনো নাম কাজে লাগলে প্রতিকূল পরিস্থিতিতে মাঠে দল নামানো সম্ভব বলে অনুমান। এই অবস্থায় শ্রী সিমেন্ট যদি বেঁকে বসে, তাহলেও নতুন নামের ইস্টবেঙ্গল খেলতে পারবে বলে মনে করা হচ্ছে। কোম্পানি স্পোর্টিং রাইট সময় মতো ফিরিয়ে দলে অবশ্য এতো জটিলতা থাকবে না বলেই আশা করা যায়।

আমাদের Google News এ ফলো করুন
২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।
