সিবিআই তদন্তে অনড় আনিসের পরিবার, আজ নবান্ন অভিযান

আনিস হত্যা মামলায় আজ নিহত ছাত্রনেতার পরিবারকে নবান্নে ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তাঁরা নবান্নে যাচ্ছেন না বলে জানিয়েছেন। আনিসের দাদা সাবির বলেছেন, তাঁর বাবা…

আনিস হত্যা মামলায় আজ নিহত ছাত্রনেতার পরিবারকে নবান্নে ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তাঁরা নবান্নে যাচ্ছেন না বলে জানিয়েছেন। আনিসের দাদা সাবির বলেছেন, তাঁর বাবা অসুস্থ। তাই নবান্নে যাওয়া সম্ভব হচ্ছে না। মুখ্যমন্ত্রী তাঁদের বাড়িতে আসতে পারতেন। পাশাপাশি ঘটনার কিনারায় সিবিআই তদন্তেও অনড় রয়েছেন তাঁরা।

আনিসের পরিবারের তরফে জানানো হয়েছে, দিদির উপরে তাঁদের আস্থা রয়েছে। কিন্তু এই রাজ্য পুলিশের উপরে নেই। পুলিশ যদি চায়, তদন্ত চালাতে পারে। কিন্তু তাঁরা সিবিআই তদন্তের দাবি করছেন। এদিকে, আনিস হত্যা মামলার তদন্তে সিট গঠন করেছে রাজ্য সরকার। সোমবার দুপুরে সাংবাদিকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, নির্বাচনে অনিস তাঁদের সাহায্য করেছেন। তাঁর মৃত্যুর নিরপেক্ষ তদন্ত করবে সরকার। ডিজির সঙ্গে এ নিয়ে তাঁর কথা হয়েছে। রাজ্য সরকারের তরফে সিট গঠন করা হয়েছে। তার নেতৃত্ব দেবেন ডিজি। বিশেষ ওই তদন্তকারী দলে থাকবে সিআইডিও।

অন্যদিকে, আমতার ছাত্র নেতা আনিস খানের হত্যা মামলায় এবার স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করল কলকাতা হাইকোর্ট। আনিস মামলায় ২৪ ঘন্টার পরিবারের কী কী বক্তব্য রয়েছে তা লিখিত আকারে আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানান, ‘ আনিস খান কে খুন করা হয়েছে, তাঁর বাবার মাথায় বন্দুকের নল ঠেকিয়ে।’ এদিকে এদিন বিচারপতি বিকাশ বাবুকে জিজ্ঞাসা করা হয় যে কেন আনিসকে খুন করা হয়েছে বলে তাঁর মনে হচ্ছে। বিচারপতির এহেন প্রশ্নের উত্তরে বিকাশরঞ্জন জানান, আনিস খান একজন প্রতিবাদী যুবক হিসেবে পরিচিত ছিলেন। আলিয়া বিশ্ব বিদ্যালয় ছাত্র। CAAর বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন। করোনা অতিমারীতে উলবেড়িয়া হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ করে ছিলেন।