East Bengal: লাল-হলুদের কোচ কে হবেন সে বিষয়ে এখনও ‘কথা হয়নি’

দল গঠন করার প্রক্রিয়া শুরু হয়েছে। কয়েকজন ঘরোয়া ফুটবলারের সম্মতি আদায় করা হয়েছে এমনটাই জানা গিয়েছে। প্রশ্ন থাকছে ইস্টবেঙ্গলের (East Bengal) কোচ কে হবেন।  অতীতে…

East Bengal: লাল-হলুদের কোচ কে হবেন সে বিষয়ে এখনও 'কথা হয়নি'

দল গঠন করার প্রক্রিয়া শুরু হয়েছে। কয়েকজন ঘরোয়া ফুটবলারের সম্মতি আদায় করা হয়েছে এমনটাই জানা গিয়েছে। প্রশ্ন থাকছে ইস্টবেঙ্গলের (East Bengal) কোচ কে হবেন। 

অতীতে কোচিং সমস্যায় একাধিকবার ভুগেছে ইস্টবেঙ্গল। ইন্ডিয়ান সুপার লিগেও হয়েছে একাধিক কোচ বদল। স্বভাবতই দল গঠন, বিনিয়োগের পাশাপাশি কোচিং নিয়েও কৌতূহল রয়েছে ফুটবল প্রেমী মানুষের। 

সূত্রের খবর, ইস্টবেঙ্গল কর্তারা আপাতত ঘরোয়া ম্যাচে ফুটবলার রিক্রুট করার দিকে মন দিয়েছেন। কাজ চলছে। প্রাক্তন ফুটবলারদের যুক্ত করা হয়েছে ক্লাবের সঙ্গে। কোচের বিষয়টি তাঁদের মাথাতেও রয়েছে। যদিও আগামী দিনে লাল হলুদ ব্রিগেডের হেডস্যার কে হবেন তা ঠিক করা হয়নি বলে জানা গিয়েছে। ক্লাবের সঙ্গে যুক্ত এক প্রাক্তন ফুটবলার বলেছেন, “ইস্টবেঙ্গল ক্লাব আগামী দিনে কাকে কোচ হিসেবে নিযুক্ত করবে সে বিষয়ে কথা হয়নি। দেখা যাক। আমরা অবশ্যই পরামর্শ দেবো।”

Advertisements

দল গঠনের কাজে রাজ্যের বিভিন্ন প্রান্তে সপ্তাহের শুরু থেকে কাজ শুরু করে দিয়েছে ক্লাব। কল্যাণী, নৈহাটির মাঠে আয়োজিত খেলার দিকে নজর থাকবে ইস্টবেঙ্গলের।