HomeSports NewsEast Bengal : পেয়ে গিয়েছেন ভিসা, শীঘ্রই শহরে আসছেন আলেকজান্ডার

East Bengal : পেয়ে গিয়েছেন ভিসা, শীঘ্রই শহরে আসছেন আলেকজান্ডার

- Advertisement -

আইএসএলের (Indian Super League) দ্বিতীয় লেগে নর্থইস্টের বিপক্ষে খেলতে গিয়ে চোট পেতে হয় স্প্যানিশ তারকা অ্যান্তোনিও পার্দো লুকাসকে।‌ যা নিঃসন্দেহে বড়সড় ধাক্কা ছিল লাল-হলুদ শিবিরে। কয়েকদিন পরে তার চোটের স্থানে পরীক্ষা করা হলে তার রিপোর্ট যথেষ্ট চিন্তায় ফেলে দেয় ম্যানেজমেন্টের (East Bengal) অন্দরে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আগামী একমাস কিংবা তারও বেশি সময় মাঠের বাইরে থাকতে হবে এই দাপুটে স্প্যানিশ ডিফেন্ডারকে। এমন পরিস্থিতিতে হিজাজি মাহেরের পাশাপাশি ভারতীয় তারকা লালচুংনুঙ্গা এবং মান্দাররাও দেশাইয়ের মতো ফুটবলারদের যে বাড়তি দায়িত্ব পালন করতে হবে তা বলাই চলে। 

তাই সবদিক বিচার বিবেচনা করেই দলে নয়া ডিফেন্ডার আনার পরিকল্পনা করে ইমামি ম্যানেজমেন্ট। সেইমতো গত কয়েকদিন আগে লাল-হলুদের তরফ থেকে চূড়ান্ত করা হয় আলেকজান্ডার পান্টিকে। আইএসএলের এই অন্তিম লেগের বাকি ম্যাচ গুলির জন্য এই সার্বিয়ান তারকার উপরেই ভরসা রাখলেন স্প্যানিশ কোচ কার্লোস কুয়াদ্রাত। বলাবাহুল্য, নিজের ক্যারিয়ারে যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে আলেকজান্ডারের। একটা সময় সার্বিয়ার অনূর্ধ্ব ১৯ দল থেকে জাতীয় স্তরের যাত্রা শুরু করেছিলেন তিনি। সেখান থেকেই পরে অনূর্ধ্ব কুড়ি ও অনূর্ধ্ব একুশ ফুটবল দল। তারপর প্রধান দলে। সেখানে ও খেলেছেন বেশকিছু ম্যাচ। 

   

এবার কলকাতার এই প্রধানে। বিবিধ অভিজ্ঞতা সঙ্গে নিয়েই আসছেন আলেকজান্ডার।‌ কিন্তু কবে আসবেন এই সার্বিয়ান? এই নিয়েই দেখা দিয়েছিল একাধিক প্রশ্ন। তবে এবার যতদূর জানা গিয়েছে, বহু অপেক্ষার পর এবার নাকি ভিসা পেয়ে গিয়েছেন এই নয়া ডিফেন্ডার। তাই সব ঠিকঠাক থাকলে আগামী জামশেদপুর ম্যাচের আগেই শহরে পা রাখতে পারেন তিনি। এখন সেদিকেই তাকিয়ে সবাই।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular