ইস্টবেঙ্গল (East Bengal) সমর্থকদের জন্য খুশির খবর। বড় সই সংবাদ দিয়েছে ইস্টবেঙ্গল। সাউল ক্রেসপোর (Saul Crespo) সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়ে নিয়েছে ক্লাব। মঙ্গলবার বিকেলে ক্লাবের পক্ষ থেকে দেওয়া হয়েছে এই খবর।
২০২৩-২৪ মরসুমে ইস্টবেঙ্গল এফসির হয়ে অন্যতম ধারাবাহিক ফুটবলার ছিলেন সাউল ক্রেসপো। মাঠে তাঁর উপস্থিতি চোখে পড়েছে বারংবার। ইস্টবেঙ্গল স্প্যানিশ মিডফিল্ডারের সঙ্গে চুক্তি দীর্ঘায়িত করবে বলে আগেই অনুমান করা হয়েছিল। সম্ভাবনা সত্যি করে সোশ্যাল মিডিয়ায় ক্লাব জানিয়ে দিল, সাউল থাকছেন ইস্টবেঙ্গল ক্লাবেই।
‘এক বছর সুযোগ পাইনি’, East Bengal ছাড়ার পর বললেন মিরাজ
২০২৬ পর্যন্ত লাল হলুদ শিবিরের সঙ্গে যুক্ত থাকবেন সাউল ক্রেসপো। দুই বছরের জন্য ক্লাব ও ফুটবলারের মধ্যে দীর্ঘায়িত হয়েছে চুক্তির মেয়াদ। গত মরসুমে ইস্টবেঙ্গলের আক্রমণ গড়ার ক্ষেত্রে অন্যতম মুখ্য ভূমিকা পালন করেছিলেন তিনি। নিজে করেছিলেন সাতটি গোল। একটি গোলের পিছনে রয়েছে তাঁর সরাসরি সহায়তা। কলিঙ্গ সুপার কাপের ফাইনালে ম্যাচের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছিলেন সাউল।
Are you looking for him? 🤙👀#JoyEastBengal #EmamiEastBengal #Saul2026 pic.twitter.com/glrbOCni2M
— East Bengal FC (@eastbengal_fc) June 11, 2024
দলের প্রধান কোচ কার্লেস কুয়াদ্রাত এই চুক্তি প্রসঙ্গে বলেছেন, ‘সাউল দলের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। গত মরসুমে তার সেরা মুহূর্তগুলো আমাদের নিজেদের সেরা খেলাটা খেলতে সাহায্য করেছিল। সাউল মাঠে থাকাকালীন আক্রমণভাগের ফুটবলাররা সুবিধা পেয়েছে, প্রতিপক্ষ দলের রক্ষণভাগের ফুটবলারদের সমস্যায় ফেলেছে সাউলের বাড়ানো নিখুঁত পাস।’
CFL: এরিয়ানের হয়ে নিজেকে প্রমাণ করতে চান দেবত্তম
সাউল নিজে বলেছেন, ‘ইস্টবেঙ্গল আমরা কাছে এক পরিবার। এই ঐতিহ্যবাহী ক্লাবের হয়ে আরও খেলার সুযোগ পেয়ে আমি খুবই খুশি। সমর্থকদের কাছ থেকে প্রচুর ভালবাসা পেয়েছি।’