এবারের আইএসএলের দ্বিতীয় লেগের ডার্বি (Kolkata Derby) আয়োজন ঘিরে দেখা দিয়েছে দেখা দিয়েছে ব্যাপক জটিলতা। আসলে আগামী ১০ই মার্চ সন্ধ্যায় যুবভারতীতে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব মোহনবাগান সুপারজায়ান্টস এবং ইমামি ইস্টবেঙ্গল ক্লাবের মুখোমুখি হওয়ার কথা থাকলেও সেইদিন এক রাজনৈতিক সমাবেশ থাকায় এই ম্যাচ আয়োজন ঘিরে দেখা দিয়েছে ব্যাপক জটিলতা। গত কয়েকদিন ধরে সেই নিয়েই সরগরম কলকাতা ফুটবল।
বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছিল, এবার হয়তো বদলাতে পারে এই ম্যাচের সময়। তবে কোন কিছুই চূড়ান্ত হয়নি শেষ পর্যন্ত। গতকাল বিকেল থেকেই শোনা যাচ্ছিল যে সমস্ত কিছু মেনে শহর কলকাতার বুকেই অনুষ্ঠিত হবে আইএসেলের দ্বিতীয় লেগের ডার্বি। প্রয়োজনে বদল করা হতে পারে ভেন্যু।সেক্ষেত্রে সন্ধ্যার বদলে রাতে ম্যাচ শুরু হওয়ার কথা শোনা যাচ্ছিল ব্যাপকভাবে। কিন্তু সময় নিয়ে কোনোভাবেই চূড়ান্ত সিদ্ধান্ত উঠে আসেনি।
আসলে সেদিন এই ম্যাচ আয়োজন ঘিরে প্রশাসনিক সম্মতি পাওয়া নিয়ে দেখা দিয়েছিল বিতর্ক। এছাড়াও টুর্নামেন্টের আয়োজক সংস্থা তথা এফএসডিএলেরে তরফ থেকে ও আপত্তি উঠে আসতে শুরু করেছিল প্রবলভাবে। মূলত সম্প্রচারের স্লট পাওয়া নিয়ে ও দেখা দিয়েছিল সমস্যা। তখন মনে করা হচ্ছিল সব ঠিকঠাক থাকলে ১০ই মার্চ রাত ন’টা থেকে শুরু হতে পারতো এই কলকাতা ডার্বি।
কিন্তু আয়োজনকারী এই সংস্থার তরফ থেকে রাত ৮টা পর্যন্ত অপেক্ষা করার কথাও উঠে আসতে থাকে। সেজন্য গতকাল পর্যন্ত থেকে গিয়েছিল ডার্বি জট। অবশেষে আজ বিকেলে চূড়ান্ত হয়ে গেল সমস্ত কিছু। সেই অনুযায়ী সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনের বুকেই হতে চলেছে দ্বিতীয় লেগের এই ডার্বি ম্যাচ।
যতদূর জানা গিয়েছে, সমস্ত কিছু বিচার বিবেচনা করেই নাকি রাত আটটার একটু পরে শুরু হতে পারে এই হাইভোল্টেজ ম্যাচ। যা কিছুটা হলেও স্বস্তি দেবে দুই প্রধানের সমর্থকদের।