Sandeshkhali: সন্দেশখালি নিয়ে গান বাঁধলেন সঙ্গীতশিল্পী পল্লব কীর্ত্তনীয়া

সন্দেশখালি (Sandeshkhali) নিয়ে এখনও সরগরম রাজ্য রাজনীতি। সেখানকার মহিলারা রাস্তায় নেমে প্রতিবাদ করার ৫৬ দিন পর গ্রেফতার হতে দেখা গিয়েছে শেখ শাহজাহানকে। সম্প্রতি বিদ্বজ্জনদের একাংশকে…

Pallab Kirtania, music artist, Sandeshkhali

সন্দেশখালি (Sandeshkhali) নিয়ে এখনও সরগরম রাজ্য রাজনীতি। সেখানকার মহিলারা রাস্তায় নেমে প্রতিবাদ করার ৫৬ দিন পর গ্রেফতার হতে দেখা গিয়েছে শেখ শাহজাহানকে। সম্প্রতি বিদ্বজ্জনদের একাংশকে দেখানে গিয়ে সাধারণ মানুষদের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে। এবার সন্দেশখালি নিয়ে গান বাঁধতে দেখা গেল সঙ্গীতশিল্পী পল্লব কীর্ত্তনীয়াকে (Pallab Kirtania)।

শিল্পী সেই গানের নাম দিয়েছেন ‘সন্ত্রাসখালির গান’। ইউটিউবে প্রকাশ পাওয়ার পর থেকেই গানটি বেশ ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। গানের লাইনগুলো এমন: ‘তোমায় ভোট দিয়েছি বলে/ আমার ধন-প্রাণ-মান এবং শরীর/ সব নেবে দখলে?/ তোমায় বানালাম শাসক/ তুমি করছ চুরি নিচ্ছ কেড়ে/ দেখাচ্ছ দাঁত নখ!/ তুমি শাসক নাকি মালিক?/ আজ হাজার নারীর কণ্ঠ তোলে/ ওই সন্দেশখালি।/ তোমায় ভোট দিয়েছি বলে,/ রাতে ডাক পাঠাবে, শরীর থেকেও/ তোলা তুলবে ছলে?/ তোমায় ভোট দিয়েছি বলে?’

শিল্পীকে কথা ও সুরের মধ্যে দিয়ে প্রতিবাদ জানাতে দেখে খুশি অনেকেই। পরের স্তবকে পল্লব কীর্ত্তনীয়া লেখেন, ‘আমার চাষের জমি কেড়ে/ তোমার নোনা জলের মাছের ভেড়ি/ উঠেছিল বেড়ে।/ তোমার ঘরে ওঠে সোনা,/ কেউ দেখেনি কেউ গোনেনি/ আমার চোখের নোনা!/ তুমি ছড়িয়ে দিচ্ছ ভয়/ তোমার দুর্নীতি আর দখলদারি/ রোজকার সঞ্চয়।/ তোমায় ভোট দিয়েছি বলে/ আজ নিশির ডাকে টান পড়েছে/ মায়েদের আঁচলে!/ তোমায় ভোট দিয়েছি বলে?’

গানটিতে শ্রীখোলে সঙ্গত করেছেন অলক দাশ। কথা, সুর, কণ্ঠ ও যন্ত্রানুষঙ্গে পল্লব কীর্ত্তনীয়া নিজেই। শেষ স্তবকে লিখেছেন: ‘হল গায়ের জোরে ভোট/ করো বিরোধীহীন পঞ্চায়েত আর/ তুমি গোছাও নোট!/ তুমি গাও ক্ষমতার গান,/ তোমার গদি রক্ষা করে/ মিষ্টি শাহজাহান!/ পুলিশ ওকে তো ধরবে না/ ও যে তোমার সম্পদ, আহা,/ দুষ্টু-মিষ্টি-সোনা!

তোমায় ভোট দিয়েছি বলে/ কেন আমার জমি আমার শরীর/ শাহজাহানের কোলে?/ তোমায় ভোট দিয়েছি বলে?’