এবারের কলকাতা ফুটবল লিগে (CFL) প্রচুর গোল হয়েছে। সুপার সিক্সের খেলা এখনও বাকি। তার আগে বিভিন্ন দলের বঙ্গ সন্তানদের নিয়ে চলছে আলোচনা। সেই সঙ্গে উঠে আসছে মোহনবাগান, ইস্টবেঙ্গলের প্রসঙ্গ।
প্রাথমিক পর্বে সবথেকে বেশি গোল করেছেন এক বাঙালি সন্তান। লিগের প্রাথমিক পর্বে করেছেন ৯ গোল। যারা দীর্ঘ দিন কলকাতা কিংবা ময়দানের ফুটবলের সঙ্গে যুক্ত তাঁরা নরহরি শ্রেষ্ঠাকে হয়তো চিনবেন। এক সময় মোহনবাগানে ছিলেন। কলকাতা ফুটবল লিগে কাস্টমসের হয়ে খেলেছেন। মোহনবাগান ছাড়াও সলাগাওকর, ডিএসকে শিবাজিয়ানসের মতো দলে খেলেছেন।
কলকাতা ফুটবল লিগে ভালো খেলেছেন এবং বেশ কিছু গোল করেছেন আরও এক বঙ্গ তনয়, জর্জ টেলিগ্রাফের সৌগত হাঁসদা। চারটি গোল রয়েছে তাঁর নামের পাশে। ইনিও ইস্টবেঙ্গল ও মোহনবাগানে এক সময় ছিলেন। কলকাতার দুই বড় ক্লাবের যুব পরিকাঠামো থেকে উঠে এসেছিলেন মুর্শিদাবাদের এই ফুটবলার।
অভিজ্ঞ ফুটবলারদের মধ্যে আলাদা করে জিতেন মুর্মুর কথাও বলতে হয়। কলকাতার বড় ক্লাবের অভিজ্ঞতা রয়েছে। ভবানীপুর স্পোর্টিং ক্লাবের জার্সিতে ফের নিজের জাত চেনাচ্ছেন। প্রতিযোগিতার শুরু থেকে ছন্দে রয়েছে, গোল করছেন।