Durand Cup: কলকাতায় ডুরান্ডের সেমিফাইনাল ও ফাইনাল ফেরানোর দাবি তিন প্রধানের

রাজ্যের অশান্ত পরিস্থিতিতে নিরাপত্তার অভাব দেখিয়ে ডার্বি বাতিলের ঘোষণা করেছিল ডুরান্ড (Durand Cup) কমিটি। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছিল বাংলার ফুটবলপ্রেমীদের। তবে এবার…

রাজ্যের অশান্ত পরিস্থিতিতে নিরাপত্তার অভাব দেখিয়ে ডার্বি বাতিলের ঘোষণা করেছিল ডুরান্ড (Durand Cup) কমিটি। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছিল বাংলার ফুটবলপ্রেমীদের। তবে এবার যৌথভাবে সাংবাদিক বৈঠক করে শহরের বুকেই ডুরান্ড কাপের সেমিফাইনাল ও ফাইনাল করার আর্জি জানাল ময়দানের তিন প্রধান। পাশাপাশি আরজি কর কাণ্ডের কথা উল্লেখ করে চিকিৎসকের সুবিচারের ও দাবি জানান ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মহামেডান কর্তারা।

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী গত ১৮ই আগস্ট গ্ৰুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল চিরপ্রতিদ্বন্দ্বী দুই প্রধানের। যেখানে আরজি কর মেডিকেল কলেজের নৃশংস ঘটনার প্রতিবাদে ব্যানার ও টিফো নামানোর পরিকল্পনা ছিল সমর্থকদের। কিন্তু সেটা সম্ভব হয়নি। ১৭ই আগস্ট দুপুরে হঠাৎই ডার্বি বাতিলের সিদ্ধান্ত নেয় কতৃপক্ষ। তবুও হাল ছাড়েননি সমর্থকরা। ডার্বির দিন বিকেলে স্টেডিয়াম সংলগ্ন অঞ্চলে প্রতিবাদ মিছিল করেন সমর্থকরা।

   

শহরের এই উত্তাল পরিস্থিতির জেরে শিলং ও জামশেদপুরে সরিয়ে নিয়ে যাওয়া হয় ডুরান্ডের কোয়ার্টার ফাইনাল। ইতি মধ্যেই ম্যাচ খেলতে শিলং উড়ে গিয়েছে ইস্টবেঙ্গল‌। অন্যদিকে আগামীকাল জামশেদপুর রওনা দিতে চলেছে মোহনবাগান। সেই নিয়ে ও যথেষ্ট হতাশ দুই প্রধানের সমর্থকরা।

এই পরিস্থিতিতে মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে তিন প্রধান। যেখানে উপস্থিত ছিলেন মোহনবাগান সচিব দেবাশীষ দত্ত, ইস্টবেঙ্গল শীর্ষ কর্তা দেবব্রত সরকার সচিব রূপক সাহা ও মহামেডান সচিব ইস্তেয়াক রাজু‌। তাঁদের সকলের দাবি কোয়ার্টার ফাইনালের পর্ব মিটিয়ে ফের ডুরান্ডের ম্যাচ ফিরিয়ে আনতে হবে শহরের বুকে।