East Bengal : কবে থেকে মাঠে নামতে পারেন সাউল ক্রেসপো? দেখা দিল সম্ভাবনা

ইন্ডিয়ান সুপার লিগের (Indian Super League) দ্বিতীয় লেগের প্রথম ম্যাচেই খেলতে গিয়ে পায়ে চোট পান স্প্যানিশ মিডিও সাউল ক্রেসপো (Saul Crespo)। তাই সেই ম্যাচে তড়িঘরি…

Spanish Stars Javier Severio and Saul Crespo

ইন্ডিয়ান সুপার লিগের (Indian Super League) দ্বিতীয় লেগের প্রথম ম্যাচেই খেলতে গিয়ে পায়ে চোট পান স্প্যানিশ মিডিও সাউল ক্রেসপো (Saul Crespo)। তাই সেই ম্যাচে তড়িঘরি তাকে তুলে নেন লাল-হলুদ কোচ (East Bengal)। সেইসাময় তেমনকিছু না জানা গেলেও পরবর্তীতে যত সময় এগিয়েছে ততোই এই তারকাকে নিয়ে চিন্তা বেড়েছে দলের অন্দরে।‌ পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে দল ছেড়ে স্পেনে ফিরে যেতে হয় সাউল ক্রেসপো। যা নিঃসন্দেহে বড়সড় ধাক্কা ছিল দলের ক্ষেত্রে। তার অনুপস্থিতিতে বর্তমানে একেবারে দিশেহারা পরিস্থিতি দলের মাঝমাঠের। সৌভিক চক্রবর্তী মুম্বাই ম্যাচে খেললেও তার একার পক্ষে শক্তিশালী মুম্বাইয়ের বিপক্ষে মাঝমাঠের দখল নেওয়া সম্ভব হয়নি।

সাউল-পার্দোর মতো ফুটবলারদের অনুপস্থিতির সুযোগ নিয়েই ঘনঘন আক্রমন শানাতে থাকে মুম্বাই। মাঝমাঠ থেকে ছোটো ছোটো পাস খেলে উঠে এসে পরবর্তীতে তারা কার্যত ফালাফালা করে দেয় প্রতিপক্ষের ডিফেন্স। ম্যাচের দ্বিতীয়ার্ধে তরুণ ডিফেন্ডার লালচুংনুঙ্গা মাঠে আসলেও কাজের কাজ সেরকম কিছুই করা সম্ভব হয়নি। যারফলে, ডার্বি ম্যাচ ড্র করার পর এখনো জয়ের সরনীতে ফেরা সম্ভব হয়নি তাদের পক্ষে। অ্যাওয়ে ম্যাচ খেলতে গিয়ে তাদের পয়েন্ট খোয়াতে হয় নর্থইস্ট ইউনাইটেডের বিপক্ষে। তারপর নিজেদের ঘরের মাঠে পরাজিত হতে হয় পেট্রো ক্রাটকির মুম্বাই সিটি এফসির কাছে।

   

সমস্ত দিক বিচার বিবেচনা করেই গতকাল নিজেদের নতুন ডিফেন্ডারের নাম ঘোষণা করে দেয় ইস্টবেঙ্গল।‌চোটের কারনে পার্দো লুকাসকে বিদায় জানিয়ে সার্বিয়ার আলেকজান্ডারকে চূড়ান্ত করে দল। তবে মাঝমাঠ নিয়ে এখনো থেকে যাচ্ছে প্রশ্ন। বিশেষ করে সাউল ক্রেসপো ঠিক কবে দেশ থেকে ফিরতে পারেন তা নিয়ে দেখা দিয়েছিল জল্পনা। যতদূর খবর , আগামী কিছুদিনের মধ্যেই ভারতে ফিরবেন তিনি। সেক্ষেত্রে সব ঠিকঠাক থাকলে আগামী চেন্নাইন ম্যাচ কিংবা সার্জিও লোবেরার ওডিশা এফসির বিপক্ষে খেলতে দেখা যেতে পারে ক্রেসপোকে।